সইফ আলি খানকে ছুরিকাঘাত মামলায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বুধবার আর্থার রোড জেলে হল শরিফুল ইসলাম শেহজাদকে শনাক্তকরণের কাজ। কর্মকর্তারা জানিয়েছেন, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢুকে পড়া শেহজাদকে ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা শনাক্ত করেন।
গত মাসে ভোররাতে সইফের উপর হামলা চালানো হয়েছিল। ডাকাতির উদ্দেশে সইফিনার ফ্ল্যাটে অনুপ্রবেশ করে হামলাকারী। আর প্রথমে জেহ-র ঘরে প্রবেশ করে সেই অভিযুক্ত বলেই শোনা যায়। আর সেইসময় সইফের ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন আয়া। আর এই আয়ার চিৎকার শুনেই ছুটে আসেন সইফ ও করিনা। তারপর ধস্তাধস্তি। হাতাহাতি। ছুরি দিয়ে হামলা চালানো হয় অভিনেতার উপরে। আর এই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন শরিফুল ইসলাম শেহজাদ নামে ওই বাংলাদেশী।
আদালতের অনুমোদনে বুধবার আর্থার রোড জেলের সিনিয়র জেলারের অফিসে একজন তহসিলদারের উপস্থিতিতে বুধবার হয় শনাক্তকরণ অনুষ্ঠন। হামলার সময় সইফের বাড়িতে থাকা জেহ-র সেই আয়া আরিয়ামা ফিলিপ এবং আয়া জুনু অভিযুক্তকে শনাক্ত করেন। গত ৩১ জানুয়ারি অভিযুক্তের ফেসিয়াল রিকগনিশন টেস্ট করে মুম্বই পুলিশ। আর সেই ফেস রেকগনিশন টেস্ট পজিটিভ এসেছে ইতিমধ্যেই।
সইফের বাড়িতে হামলার তদন্ত থাকা মুম্বই পুলিশের দাবি, ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তারা আরও নিশ্চিত করেছে যে এই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এবং মুম্বই আসার আগে কলকাতার বিভিন্ন স্থানে থাকতেনও এই অনুপ্রবেশকারী।
গত মাসে অতিরিক্ত পুলিশ কমিশনার পরমজিৎ সিং দাহিয়া অভিযুক্তের আঙুলের ছাপ না মেলানোর গুজব উড়িয়ে দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেন, ‘যখনই কাওকে গ্রেপ্তার করা হয়, তখন তার বিরুদ্ধে একাধিক প্রমাণ সংগ্রহ করা হয়। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অনেক মৌখিক, শারীরিক এবং প্রযুক্তিগত প্রমাণ পেয়েছি ... আমরা সঠিক ব্যক্তিকে ধরতে পেরেছি’। পুলিশ সূত্রে খবর, চুরির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত। ভারতীয় ন্যায় সংহিতার ৩১১, ৩১২, ৩৩১(৪), ৩৩১(৬) এবং ৩৩১(৭) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, সইফের বাড়িতে ঘটা সেই ঘটনার পর অভিযুক্ত বাংলাদেশে তার নিজের গ্রামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু থানের হিরানন্দানি এস্টেটে তাকে আটক করা হয়।
এদিকে, ছুরিকাঘাতের পর অস্ত্রোপচার করা হয় সইফ আলি খানের উপরে। গত ২১ জানুয়ারি লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান বলিউড অভিনেতা।