বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের মৃত্যুর তদন্তে YRF-এর প্রাক্তন ও বর্তমান আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পুলিশের

সুশান্তের মৃত্যুর তদন্তে YRF-এর প্রাক্তন ও বর্তমান আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পুলিশের

পুলিশি জেরোর মুখে যশ রাজ ফিল্মেসর প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা। 

২০১৫ সালে সালে যশরাজ সঙ্গে সুশান্তের বাতিল চুক্তিবদ্ধ স্বাক্ষর রয়েছে আশিস সিং ও আশিস পাতিলের।শুক্রবার তাঁদের জেরা করে পুলিশ। শনিবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে যশ রাজের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ১৩ দিনের মাথাতে পুলিশি জেরার মুখে যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টোর শানু শর্মা। শনিবার বান্দ্রা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন শানু।গত শনিবার, ২০ শে জুন মুম্বই পুলিশের হাতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চুক্তিপত্র তুলে দিয়েছিল  প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। সেই চুক্তিপত্র বিস্তারিত খতিয়ে দেখেই যশ রাজ ফিল্মসের তিন প্রাক্তন ও বর্তমান কর্মীকে জেরা করল মুম্বই পুলিশ।

২০১২ সালে যশরাজ ট্যালেন্ট ম্যানেজমেন্ট কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন সুশান্ত। তাঁদের সঙ্গে দুটি ছবিতে কাজও করেন তারকা-প্রয়াত অভিনেতার কেরিয়ারের দ্বিতীয় ছবি শুদ্ধ দেশি রোম্যান্স (২০১৩) এবং ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী (২০১৫)। এছাড়াও সুশান্তের সঙ্গে 'পানি' প্রজেক্টটিও করবার কথা ছিল যশরাজ ফিল্মসের। তবে ২০১৫-র শেষের দিকে আচমকাই পরিচালক শেখর কাপুরের এই প্রজেক্ট থেকে সরে আসে যশরাজ ফিল্মস। সেই বছর ডিসেম্বরের যশ রাজের সঙ্গে চুক্তি বাতিল হয় সুশান্তের। এই মর্মেই শুক্রবার যশ রাজের দুই প্রাক্তন উচ্চ পদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। যশ রাজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন) আশিস সিং এবং অপর প্রাক্তন আধিকারিক আশিস পাতিলকে জেরার মুখে পড়তে হয়। ২০১২ সালে যশ রাজের সঙ্গে  সুশান্তের চুক্তিতে তাঁদের দুজনের স্বাক্ষর রয়েছে। 

শনিবার বান্দ্রা থানায় শানু শর্মা 
শনিবার বান্দ্রা থানায় শানু শর্মা 

প্রায় পাঁচ ঘন্টা ধরে পুলিশি জেরার মুখে পড়েন আশিস সিং। সুশান্তের যশ রাজ ফিল্মস ছেড়ে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে ইন্ডিয়া টুডে'কে  আশিস সিং জানান, আমি এই নিয়ে বিস্তারিত কিছু বলতে পারব না,তবে চুক্তিতে সব উল্লেখ রয়েছে। উভয় পক্ষের সহমত হয়েই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং তার পরেও আমাদের যোগাযোগ ছিল। আমরা একসঙ্গে দুটো ছবি করেছি। হ্যাঁ, কিছু প্রজেক্ট,কিছু ছবি হয়ত হয়নি। পাঁচ বছর আগে ও যশ রাজ ছেড়েছে তবুও সম্পর্ক বজায় ছিল। ওর আত্মার শান্তির জন্য আমাদের প্রার্থনা করা উচিত'।

 যশ রাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিক, এবং বর্তমানে নেটফ্লিক্স ইন্ডিয়ার ডিরেক্টর (অরিজিন্যাল ফিল্মস)  আশিস সিং-কে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ
 যশ রাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিক, এবং বর্তমানে নেটফ্লিক্স ইন্ডিয়ার ডিরেক্টর (অরিজিন্যাল ফিল্মস)  আশিস সিং-কে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ (ANI)

ঠিক কী কারণে বাতিল হয়েছিল চুক্তি, সেই বিষয়টাই জানতে চেয়ে এই জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের, বলে সূত্রের খবর।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় ইতিমধ্যেই ২৫ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। বুধবার প্রকাশ্যে আসে প্রয়াত অভিনেতার  ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে শ্বাস আটকে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃত্যুর আগে কোনও ধস্তাধ্বস্তির চিহ্ন মেলেনি। সুশান্তের নখেও অন্য কিছুর উপস্থিতি ছিল না। তাই ফাউল প্লে'র সম্ভাবনা কার্যত উড়িয়ে দিচ্ছে পুলিশ। রিপোর্টটি পাঁচ সদস্যের ডাক্তারি টিম খতিয়ে দেখেছে। তাদের চূড়ান্ত উপসংহার যে ওপর থেকে ঝুলে পড়ে শ্বাস আটকেই মারা গিয়েছেন ৩৪ বছরের এই অভিনেতা।তাঁর ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টেরও অপেক্ষা করছে মুম্বই পুলিশ।

অন্যদিকে অভিনেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। রূপা গঙ্গোপাধ্যায়,শেখর সুমনরা লাগাতার সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন।

বায়োস্কোপ খবর

Latest News

মাতৃভাষা তেলুগু, জাতীয় ভাষা হিন্দি! স্ট্যালিনকে নিশানা চন্দ্রবাবুর ঝড় আসছে বাংলার ওই জেলায়, কমলা সতর্কতা, ৫০ কিমি বেগে হাওয়া, প্রথম কালবৈশাখী ট্রাম্পের মালিকানাধীন 'ট্রুথ সোশ্যালে' যোগ দিলেন মোদী! কী পোস্ট করলেন? সূর্য, মঙ্গলের যুতিতে টাকায় পকেট ফুলেফেঁপে উঠতে পারে বহু রাশির! মেষ সহ লাকি কারা KKR Practice Match: ফের ব্যর্থ রাহানে, ২০ ওভারে টিম পার্পেল তুলল ২২৩/৪ রান বড্ড ছোট! প্রাসাদোপম ‘মন্নত’ ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ, ভাড়া কত জানেন? তুলসীকে সঙ্গমের গঙ্গাজল উপহার মোদীর, খলিস্তানিদের টাইট দেওয়ার আহ্বান রাজনাথের ‌আড়াই মাস কেটে গেলেও রাজ্যের সিইও নিয়োগ হয়নি, বিজেপিকে তোপ তৃণমূলের লাল বলের ক্রিকেটে দায়িত্ব নিয়ে ওর কিছু পরিবর্তন করা উচিত… রোহিতকে পরামর্শ সৌরভের এই জন্য ক্রমাগত নীচের দিকে যাচ্ছি… পাকিস্তান ক্রিকেটের ভুলটা ধরিয়ে দিলেন ইনজামাম

IPL 2025 News in Bangla

অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত RCB-র অনুশীলনে যোগ দিয়ে খোশমেজাজে কিং কোহলি,মাঠে নেমে শুরু করে দিলেন নাচ- ভিডিয়ো বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি? IPL 2025-এ নতুন নিয়ম আনা হয়েছে, কোন ম্যাচ পর্যন্ত দলে পরিবর্তব করা যাবে, জানেন? ‘আমার কথা অমান্য করেছিল,ওকে বুঝতে হত…’ চোটে জর্জরিত উমরানকে নিয়ে কি বললেন স্টেইন ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন রোহিত? ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী IPL-এ ১৮ কোটি পাচ্ছেন চাহাল! সত্যিই কি তিনি যোগ্য? নিজেই স্বীকার করলেন মনের কথা IPL-এ সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.