বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের মৃত্যুর তদন্তে YRF-এর প্রাক্তন ও বর্তমান আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পুলিশের

সুশান্তের মৃত্যুর তদন্তে YRF-এর প্রাক্তন ও বর্তমান আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পুলিশের

পুলিশি জেরোর মুখে যশ রাজ ফিল্মেসর প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা। 

২০১৫ সালে সালে যশরাজ সঙ্গে সুশান্তের বাতিল চুক্তিবদ্ধ স্বাক্ষর রয়েছে আশিস সিং ও আশিস পাতিলের।শুক্রবার তাঁদের জেরা করে পুলিশ। শনিবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে যশ রাজের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ১৩ দিনের মাথাতে পুলিশি জেরার মুখে যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টোর শানু শর্মা। শনিবার বান্দ্রা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন শানু।গত শনিবার, ২০ শে জুন মুম্বই পুলিশের হাতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চুক্তিপত্র তুলে দিয়েছিল  প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। সেই চুক্তিপত্র বিস্তারিত খতিয়ে দেখেই যশ রাজ ফিল্মসের তিন প্রাক্তন ও বর্তমান কর্মীকে জেরা করল মুম্বই পুলিশ।

২০১২ সালে যশরাজ ট্যালেন্ট ম্যানেজমেন্ট কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন সুশান্ত। তাঁদের সঙ্গে দুটি ছবিতে কাজও করেন তারকা-প্রয়াত অভিনেতার কেরিয়ারের দ্বিতীয় ছবি শুদ্ধ দেশি রোম্যান্স (২০১৩) এবং ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী (২০১৫)। এছাড়াও সুশান্তের সঙ্গে 'পানি' প্রজেক্টটিও করবার কথা ছিল যশরাজ ফিল্মসের। তবে ২০১৫-র শেষের দিকে আচমকাই পরিচালক শেখর কাপুরের এই প্রজেক্ট থেকে সরে আসে যশরাজ ফিল্মস। সেই বছর ডিসেম্বরের যশ রাজের সঙ্গে চুক্তি বাতিল হয় সুশান্তের। এই মর্মেই শুক্রবার যশ রাজের দুই প্রাক্তন উচ্চ পদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। যশ রাজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন) আশিস সিং এবং অপর প্রাক্তন আধিকারিক আশিস পাতিলকে জেরার মুখে পড়তে হয়। ২০১২ সালে যশ রাজের সঙ্গে  সুশান্তের চুক্তিতে তাঁদের দুজনের স্বাক্ষর রয়েছে। 

শনিবার বান্দ্রা থানায় শানু শর্মা 
শনিবার বান্দ্রা থানায় শানু শর্মা 

প্রায় পাঁচ ঘন্টা ধরে পুলিশি জেরার মুখে পড়েন আশিস সিং। সুশান্তের যশ রাজ ফিল্মস ছেড়ে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে ইন্ডিয়া টুডে'কে  আশিস সিং জানান, আমি এই নিয়ে বিস্তারিত কিছু বলতে পারব না,তবে চুক্তিতে সব উল্লেখ রয়েছে। উভয় পক্ষের সহমত হয়েই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং তার পরেও আমাদের যোগাযোগ ছিল। আমরা একসঙ্গে দুটো ছবি করেছি। হ্যাঁ, কিছু প্রজেক্ট,কিছু ছবি হয়ত হয়নি। পাঁচ বছর আগে ও যশ রাজ ছেড়েছে তবুও সম্পর্ক বজায় ছিল। ওর আত্মার শান্তির জন্য আমাদের প্রার্থনা করা উচিত'।

 যশ রাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিক, এবং বর্তমানে নেটফ্লিক্স ইন্ডিয়ার ডিরেক্টর (অরিজিন্যাল ফিল্মস)  আশিস সিং-কে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ
 যশ রাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিক, এবং বর্তমানে নেটফ্লিক্স ইন্ডিয়ার ডিরেক্টর (অরিজিন্যাল ফিল্মস)  আশিস সিং-কে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ (ANI)

ঠিক কী কারণে বাতিল হয়েছিল চুক্তি, সেই বিষয়টাই জানতে চেয়ে এই জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের, বলে সূত্রের খবর।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় ইতিমধ্যেই ২৫ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। বুধবার প্রকাশ্যে আসে প্রয়াত অভিনেতার  ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে শ্বাস আটকে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃত্যুর আগে কোনও ধস্তাধ্বস্তির চিহ্ন মেলেনি। সুশান্তের নখেও অন্য কিছুর উপস্থিতি ছিল না। তাই ফাউল প্লে'র সম্ভাবনা কার্যত উড়িয়ে দিচ্ছে পুলিশ। রিপোর্টটি পাঁচ সদস্যের ডাক্তারি টিম খতিয়ে দেখেছে। তাদের চূড়ান্ত উপসংহার যে ওপর থেকে ঝুলে পড়ে শ্বাস আটকেই মারা গিয়েছেন ৩৪ বছরের এই অভিনেতা।তাঁর ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টেরও অপেক্ষা করছে মুম্বই পুলিশ।

অন্যদিকে অভিনেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। রূপা গঙ্গোপাধ্যায়,শেখর সুমনরা লাগাতার সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন।

বায়োস্কোপ খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.