বাংলা নিউজ > বায়োস্কোপ > Attack on Saif: কীভাবে সইফের হামলাকারীকে খুঁজে পেল পুলিশ? সামনে এল রোমহর্ষক তদন্তের ‘কাহিনি’!

Attack on Saif: কীভাবে সইফের হামলাকারীকে খুঁজে পেল পুলিশ? সামনে এল রোমহর্ষক তদন্তের ‘কাহিনি’!

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে রবিবার আদালতে পেশ করার আগে হাসপাতালে তার স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। (PTI)

৯ জানুয়ারির একটি ফুটেজ পুলিশকর্মীদের নজর কাড়ে। সেই ফুটেজটি ছিল বান্দ্রা রেল স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরার। সেই ফুটেজেই প্রথম অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে চিহ্নিত করেন পুলিশকর্মীরা।

অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত বাংলাদেশি নাগরিককে কীভাবে চিহ্নিত করল মুম্বই পুলিশ? কীভাবে লক্ষ, কোটি মানুষের ভিড়ে তাকে শনাক্ত করা হল? এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। কিন্তু, আসল ঘটনা হল - সইফ-করিনার বান্দ্রার বাড়িতে চুরি করতে ঢোকা দুষ্কৃতীদের চিহ্নিত করতে প্রাণপাত করে তদন্তের কাজ চালিয়ে গিয়েছে মুম্বই পুলিশ। চিরাচরিত প্রথায় তদন্ত চালানোর পাশাপাশি কাজে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। আর তাতেই মিলেছে সাফল্য।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত হামলাকারীকে খুঁজে বের করতে 'ফেস রেকগনাইজেশন সিস্টেম' ব্যবহার করেছে মুম্বই পুলিশ। আর তার ফলেই বছর তিরিশের ওই বাংলাদেশি নাগরিকের গতিবিধি সম্পর্কে অবহিত হতে পেরেছে তারা। তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফ আলি খানের উপর হামলার পরই শহরের নির্দিষ্ট কিছু এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেগুলি যাতে সঠিক এবং নিখুঁতভাবে স্ক্য়ান করা সম্ভব হয়, তার জন্য মুম্বই পুলিশের একটি দলকে কাজে লাগিয়ে দেওয়া হয়।

এই পদ্ধতিতে যখন নজরদারি চলছে, তখনই ৯ জানুয়ারির একটি ফুটেজ পুলিশকর্মীদের নজর কাড়ে। সেই ফুটেজটি ছিল বান্দ্রা রেল স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরার। সেই ফুটেজেই প্রথম অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে চিহ্নিত করেন পুলিশকর্মীরা।

পুলিশের একটি সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে টিভি-র পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ফুটেজই ছিল মুম্বই পুলিশের কাছে এক বিরাট সূত্র। যা তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে।

ওই ফুটেজ থেকে সেই বাইকের নম্বর নোট করে পুলিশ, যেটিতে অভিযুক্ত যুবক সওয়ার ছিল। এবার সেই বাইকের রেজিস্ট্রেশন নম্বর ধরে তল্লাশি শুরু করা হয়। এরইসঙ্গে, ফেস রেকগনাইজেশন প্রযুক্তির সাহায্য়ে আলাদাভাবে শেহজাদের তল্লাশি ও বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া চলতে থাকে।

সেই তদন্ত চলাকালীনই পুলিশ জানতে পারেন, অভিযুক্তকে আবারও দেখা গিয়েছে। তবে, এবার তার দেখা মিলেছে অন্য জায়গায়। এবং সেটা ঘটেছে একাধিকবার। পুলিশের কাছে খবর আসে, দাদর রেল স্টেশনের বাইরে শেহজাদকে তিনবার ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। নজরদারি দল আরও জানতে পারে, দাদর থেকে ওরলি কোলিওয়াড়ার দিকে যেতে দেখা গিয়েছে অভিযুক্তকে।

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই অভিযুক্ত বাংলাদেশি যুবক স্থানীয় এক শ্রমিক বস্তি এলাকায় যাতায়াত শুরু করেছিল। সেই খবরও পুলিশের কাছে পৌঁছয়। সেখানে একজন ঠিকাদার রয়েছেন বলে জানা যায়। যিনি শ্রমিকদের কাজের ব্যবস্থা করেন।

পুলিশ এরপর ওই ঠিকাদারকে চিহ্নিত করে তাঁর সঙ্গে যোগাযোগ করে, এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিকাদারকে পুলিশের পক্ষ থেকে শেহজাদ সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা হয়। ঠিকাদার এতেই শেহজাদকে চিনতে পারেন। পুলিশকে তার সম্পর্কে সবথেকে জরুরি তথ্যটি দেন তিনি। তা হল, কোথায় গেলে শেহজাদ পাওয়া যেতে পারে।

জানা যায়, থানেতে জঙ্গল ঘেরা একটি এলাকায় একটি শ্রমিক বস্তি রয়েছে। সেখানেই গা-ঢাকা দিয়েছে ওই বাংলাদেশি। রবিবার সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

বায়োস্কোপ খবর

Latest News

চুলের খুশকি দূর হবে নিমেষে, কাজে লাগান এই ৩ ঘরোয়া টোটকা উৎপন্ন বিদ্যুৎ বিক্রি করে উপার্জন, রোজগার বাড়াতে আর কী করতে চলেছে সরকার পক্ষ? ‘সত্যি বলে…' দেখে সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ শ্রীজাত! ‘আমি গর্বিত…’, লিখলেন কবি ‘আজকের না, শেখ মুজিবের আমল থেকেই আয়নাঘর,’ জানালেন বাংলাদেশের উপদেষ্টা মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন কেমন হল? ম্যাপ পয়েন্টিং কঠিন? জানালেন শিক্ষক পরীক্ষা কেমন হচ্ছে?‌ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের থেকে জানলেন মমতা ১২২ কোটির ব্যাঙ্ক জালিয়াতির মাঝেই বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ইনফোসিস, আদালতে বিস্ফোরক কগনিজ্যান্ট কেরলের অনুষ্ঠানে হাতির মাথায় হামাস নেতার পোস্টার! বাম সরকারকে তোপ বিজেপির আরজি কর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের ওয়েবসাইট উধাও! TMC বলছে, ‘তদন্ত হোক’

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.