বাংলা নিউজ > বায়োস্কোপ > Govinda Update: গুলি-কাণ্ডে গোবিন্দার বয়ান মানতে না-রাজ পুলিশ, কেমন আছেন অভিনেতা? জানালেন স্ত্রী

Govinda Update: গুলি-কাণ্ডে গোবিন্দার বয়ান মানতে না-রাজ পুলিশ, কেমন আছেন অভিনেতা? জানালেন স্ত্রী

দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ গোবিন্দা! মানতে না-রাজ পুলিশ,কেমন আছেন অভিনেতা? জানালেন বউ

আলমারি থেকে রিভালভার পরে দুর্ঘটনাবশত গুলি চলার গল্পে বিশ্বাসী নয় মুম্বই পুলিশ, ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিনেতাকে।

কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে আসার ঠিক আগে নিজের পায়ে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে আহত হন অভিনেতা গোবিন্দা। আপতত হাসপাতালে চিকিৎসাধীন হিরো নম্বর ১। কীভাবে চলেছিল গুলি, তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার ম্য়ানেজার। তবে সেই তত্ত্ব গিলতে না-রাজ মুম্বই পুলিশ। পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বুধবার হাসপাতালে অভিনেতার সাথে দেখা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু নায়কের জবাবে সন্তুষ্ট হননি তাঁরা। 

গোবিন্দার বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ পুলিশের

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর দয়া নায়েকের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি দল হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে কথা বলেন। অভিনেতা জানান, বন্দুকটি পড়ে গিয়েছিল এবং দুর্ঘটনাবশত এক রাউন্ড গুলি সেই বন্দুক থেকে ফায়ার হয়, যার ফলে চোট পান তিনি। মঙ্গলবার ভোরে যখন ঘটনাটি ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র নিউজ ১৮-কে জানিয়েছে, পুলিশ এই ঘটনায় কোনও ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিলেও গোবিন্দার বলা কাহিনি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে যে তারা গোবিন্দার বক্তব্য আবার রেকর্ড করতে পারে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।

গোবিন্দা কী জানিয়েছেন?

অভিনেতার কাছে ওয়েবলি সংস্থার একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রয়েছে এবং গুলিটি তার বাম হাঁটুর কাছে বিদ্ধ হয়েছিল। এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, অভিনেতা জানিয়েছেন পুরনো রিভলভারটি লক করা ছিল না তবে সেটি মিসফায়ার করে। 

বুধবার সকালে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গোবিন্দাকে দেখতে যান তার স্ত্রী  স্ত্রী সুনীতা আহুজা। এক পাপারাৎজোর শেয়ার করা ভিডিওতে সুনীতা গোবিন্দার স্বাস্থ্য এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে আপডেট দিয়েছেন। 

গোবিন্দাকে নিয়ে কী জানান সুনীতা

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুনীতা জানিয়েছেন, গোবিন্দা এখন ভালো আছেন। তিনি বলেন, 'স্যারের স্বাস্থ্য এখন আগের চেয়ে ভালো। আমরা আজই তাকে নরমাল ওয়ার্ডে ভর্তি করব। গতকালের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি। কাল বা পরশু তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সবার আশীর্বাদে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, ‘সর্বত্র তার জন্য পূজা ও প্রার্থনার আয়োজন করা হচ্ছে। তার দারুণ ফ্যান ফলোয়িং রয়েছে, তাই মানুষ তার জন্য প্রার্থনা করছে। আমি ভক্তদের বলতে চাই, আতঙ্কিত হবেন না, তিনি ভালো আছেন। কয়েক মাস পর ও আবার নাচ শুরু করতে পারবে (হাসি)। অসংখ্য ধন্যবাদ আপনাদের’। 

বায়োস্কোপ খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.