ক্ষমা চেয়েও মিলছে না স্বস্তি। ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া সম্প্রতি ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ অশ্লীল মন্তব্য করায় তুমুল বিতর্কে। বাবা-মা'র যৌনমিলনে সন্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নিম্নরুচির প্রশ্ন করেন রণবীর। সেই নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার তাঁর বাড়িতে পৌঁছাল মুম্বই পুলিশ!
এলাহাবাদিয়া এবং শোয়ের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বই ও এফআইআর দায়ের করেছে অসম পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাকস্বাধীনতা সকলের রয়েছে, কিন্তু তাই বলে কেউ প্রকাশ্যে এই ধরণের মন্তব্য করতে পারেন না। ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে, সেই বিতর্কিত ভিডিয়ো। তবে বিতর্কের আঁচ কমেনি একফোঁটাও। রণবীর ওরফে বাইপার বিপসের পাশাপাশি মুম্বই পুলিশ এফআইআর রুজু করেছে অপূর্ব মাখিজা, কমেডিয়ান সময় রায়না এবং শো-এর আয়োজকদের বিরুদ্ধে। রণবীরকে জিজ্ঞাসাবাদের জন্যই মুম্বই পুলিশ আচমকা তাঁর বাড়িতে হাজির বলে খবর।
'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' বিতর্কের পর আশিস চাঞ্চলানির আইনজীবী অপূর্বও মুম্বইয়ের খার থানায় হাজির হন। সময় রায়নার শোয়ের এই পর্বে রণবীর আলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিস চাঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্বা মুখিজা। যে স্টুডিওতে শোটি চিত্রায়িত হয়েছে সেটি খার থানার এখতিয়ারের মধ্যে রয়েছে। তাই আজ আশিসের আইনজীবী থানায় যান।
মুম্বই পুলিশ সূত্রে খবর, শোতে যে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা বহু দর্শক আপত্তিকর বলে মনে করেছেন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডাব্লুএ) সহ বিভিন্ন শিল্প সংগঠনও রণবীরের এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানায়।
অনুষ্ঠানের বিতর্কিত অংশে দেখা যাচ্ছে যে, রণবীর একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করছেন, ‘তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখতে চাও, নাকি একবার এতে যোগ দিয়ে চিরতরে তা বন্ধ করে দিতে চাও?’
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ইউটিউব শো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এ করা নিন্দনীয় ও আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা করছে। জানিয়েছে, এ ধরনের লজ্জাজনক কনটেন্ট একেবারেই অগ্রহণযোগ্য এবং আমাদের সমাজের নৈতিক কাঠামোর জন্য একটি উল্লেখযোগ্য হুমকি।
এ নিয়ে হট্টগোলের পর এলাহাবাদিয়া প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে তিনি স্বীকার করেছেন যে তার মন্তব্যগুলি অনুপযুক্ত এবং অসংবেদনশীল। তিনি বলেন, ‘একেবারেই মজাদার ছিল না, আমার মন্তব্য ভুল ছিল। কমেডি আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই আমি খুব দুঃখিত। অনেকেই জিজ্ঞসা করেছেন যে এই ধরনের প্রশ্ন আমি আমার পডকাস্টের জন্য ভাবি কিনা, তাঁদের বলি আমি কখনওই এই ধরনের প্রশ্ন করার কথা ভাবি না।’
এআইসিডব্লিউএ-র নিন্দার পাশাপাশি মুম্বই কমিশনার এবং মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অনলাইন সম্প্রচারের মাধ্যমে জনপ্রিয়তা ও আর্থিক সুবিধা অর্জনের চেষ্টায় ওই শোতে নারীদের সম্পর্কে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে এবং অশ্লীল মন্তব্য করা হয়েছে। অভিযোগকারী শোয়ের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, বিশেষত এলাহাবাদিয়া এবং রায়নার মন্তব্যের বিষয়ে।