বুধবার সকালেই আসে দুঃসংবাদ। মুম্বইয়ের বাড়ির সাত তলার ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে জানা যায়। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সেখানে ছুটে যান মালাইকা আরোরা, তাঁর বোন অমৃতা আরোরা। বাদ যাননি মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান, প্রেমিক অর্জুন কাপুর সহ বলিউডের একাধিক খ্যাতনামা অভিনেতারা। এবার অনিল মেহতার মৃত্যু নিয়ে কী জানাল পুলিশ? কীই বা বললেন অভিনেত্রীর মা?
আরও পড়ুন: 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়া...' আরজি কর কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার
কী জানাল পুলিশ?
মুম্বই পুলিশের তরফে এই বিষিয়ে জানানো হয়েছে প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের মনে হয়েছে অনিল মেহতা আত্মহত্যাই করেছেন। কিন্তু কেন সেই কারণ এখনও স্পষ্ট নয়। এমনকি কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালাইকা আরোরার বাবার দেহ। পুলিশের তরফে এই কেসটি সমস্ত অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
কী জানালেন মালাইকা আরোরার মা?
মালাইকা আরোরার মা এবং বাবার অভিনেত্রী যখন ছোট ছিলেন তখনই ডিভোর্স হয়ে যায়। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাঁরা আবার একসঙ্গে থাকছিলেন। এদিন মালাইকার মা জয়েস পলিকার্প জানান অনিল মেহতা রোজ সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। এদিনও তাই করছিলেন। কিন্তু বুধবার সকালে তিনি ঘরের মধ্যে অনিলের হাওয়াই চপ্পল দেখলেও তাঁকে দেখতে পান না। তখন বারান্দায় এসে খোঁজেন। সেখানেও তাঁকে না দেখে নিচ্ছে ঝুঁকে দেখতে গেলে দেখে নিচে পড়ে রয়েছে মালাইকার বাবার নিথর দেহ।
প্রসঙ্গত এদিন যখন ঘটনাটি ঘটে তখন অভিনেত্রী পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর শুনে তিনি তড়িঘড়ি ফিরে আসেন।
আরও পড়ুন: কীভাবে RG Kar -র বিচার চেয়ে কলকাতার ৫২ টি স্কুলের প্রাক্তনীরা একত্রিত হল, জানালেন উদ্যোক্তা