মুম্বইয়ের এক ফিল্ম প্রযোজক দম্পতির বিরুদ্ধে উঠল ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগ এনেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে আরুশি নিশাঙ্ক। শুক্রবার আরুশি ওই প্রযোজক দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ওই দম্পতি বিনিয়োগের ২০ শতাংশ হারে রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁরা সেই প্রতিশ্রুত পূরণে ব্যর্থ।
কোতোয়ালি স্টেশন হাউস অফিসার চন্দ্রভান সিং জানিয়েছেন, আরুশির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের তদন্ত শুরু হয়েছে।’
শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) তোলাবাজি, প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে বরুণ প্রমোদ কুমার বাগলা এবং তাঁর স্ত্রী মানসী বাগলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যাঁরা কিনা মিনি ফিল্মসের মালিক বলে জানা যায়।
প্রযোজনা সংস্থা হিমশ্রি ফিল্মসের মালিক আরুশি জানান, বিক্রান্ত মাসে ও শানায়া কাপুর অভিনীত মিনি ফিল্মসের অধীনে নির্মিত 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ' সিনেমার একটি চরিত্রে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন তারা। দেরাদুনে এসে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়।
আরুশির কথায়, ‘ওঁরা আমাকে আমার ফার্মের মাধ্যমে ২০ শতাংশ লাভের (যা প্রায় ১৫ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়ে ৫ কোটি টাকা বিনিয়োগ করতে বলেছিলেন। ওঁরা আরও বলেন যে আমি আমার নিজের চরিত্রের জন্য চিত্রনাট্য চূড়ান্ত করতে পারি। আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে আমি যদি আমার ভূমিকায় সন্তুষ্ট না হই তবে আমি আমার বিনিয়োগের ১৫ শতাংশ বার্ষিক সুদে ফেরত পাব। ২০২৪ সালের ৯ অক্টোবর হিমশ্রি ফিল্মস এবং মিনি ফিল্মসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয় এবং আমার থেকে ২ কোটি টাকা নেওয়া হয়। এরপর ২৭ অক্টোবর ২৫ লাখ, ৩০ অক্টোবর ৭৫ লাখ এবং ১৯ নভেম্বর ১ কোটি টাকা মিলিয়ে ওঁরা আমার থেকে মোট ৪ কোটি টাকা নেয়। আমাকে চিত্রনাট্য চূড়ান্ত করতে বলা হয় এবং সোশ্যাল মিডিয়ায় আমার প্রচার করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরণ হয়নি।’
আরুশি আরও বলেন, ‘২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আমি একটি মেসেজ পাই যে ছবিটির যে অংশটির এদেশে শ্যুটিং হওয়ার কথা ছিল, তা শেষ হয়েছে এবং বাকি অংশের শ্যুটিং ইউরোপে হবে। আর আমার জায়গায় অন্য একজন অভিনেত্রীকে বেছে নেওয়া হয়।’
প্রযোজকরা তাঁকে (আরুশিকে) ও তাঁর পরিবারকে খুন করার ও বদনাম করার হুমকি দেন বলেও অভিযোগ।