বাংলা নিউজ > বায়োস্কোপ > Mumtaz-Rajash Khanna: রাজেশ খান্না আমাকে নিয়ে পজেসিভ ছিলেন, অন্য নায়কদের সঙ্গে কাজ করলে রেগে যেতেন, আর শর্মিলা…: মুমতাজ

Mumtaz-Rajash Khanna: রাজেশ খান্না আমাকে নিয়ে পজেসিভ ছিলেন, অন্য নায়কদের সঙ্গে কাজ করলে রেগে যেতেন, আর শর্মিলা…: মুমতাজ

শর্মিলা ঠাকুর-রাজেশ খান্না-মুমতাজ

‘আমি যখন ধর্মেন্দ্রজি বা দেবসাব ( দেব আনন্দ )-এর মতো অন্য নায়কদের সঙ্গে ফিল্মে সই করতাম, তখন উনি একটু বিরক্ত হতেন। তবে উনি যখন অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, তখন কিন্তু আমি কখনওই ওঁকে গালাগাল করিনি। উনি ভেবেই নিয়েছিলেন উনিই আমার মালিক।’

মুমতাজ ও রাজেশ খান্না, একসময় হিন্দি সিনেমার অন্যতম সেরা জুটি। একসঙ্গে প্রায় ১০টি ছবিতে কাজ করেছেন তাঁরা। রাজ খান্না ছিলেন তৎকালীন হিন্দি ছবির অন্যতম সুপারস্টার। আজ, রাজেশ খান্নার মৃত্যুর বহু বছর পরও তাঁকে নিয়ে আলোচনা হয়, তাঁর স্টারডম নিয়ে আলোচনা হয়। তাঁর ছবির গানগুলি কালজয়ী। যার মধ্যে রয়েছে 'জয় জয় শিব শঙ্কর' থেকে 'ইয়ে রেশমি জুলফে' সহ আরও অনেক গান। আর রাজেশ খান্নার সঙ্গে যে জুটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা হয়, তিনি হলেন মুমতাজ।

রাজেশ খান্না আজ আর নেই, সাম্প্রতিক সাক্ষাৎকারে পছন্দের নায়ককে নিয়ে কথা বললেন মুমতাজ। কথা বলেছেন শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার জল্পনা নিয়েও। প্রসঙ্গত রাজেশ খান্না-শর্মিলা ঠাকুর জুটির 'আরাধনা', 'দাগ', 'অমর প্রেম'-এর মতো ছবিগুলি এখনও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে যায়। সম্প্রতি রেডিফ-এর সঙ্গে কথা বলার সময় মুমতাজ বলেন, ‘রাজেশ খান্না আমাকে নিয়ে একটু পজেসিভ (অধিকারবোধ ফলানো) ছিলেন। তবে রাজেশ খান্না কখনওই শর্মিলাজির বিরুদ্ধে কোনও কথা বলেননি, শত্রুতাকে উস্কে দেননি। তবে আমি যখন ধর্মেন্দ্রজি বা দেবসাব ( দেব আনন্দ )-এর মতো অন্য নায়কদের সঙ্গে ফিল্মে সই করতাম, তখন উনি একটু বিরক্ত হতেন। তবে উনি যখন অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, তখন কিন্তু আমি কখনওই ওঁকে গালাগাল করিনি। উনি ভেবেই নিয়েছিলেন উনিই আমার মালিক। তবে আমি কিছু মনে করিনি, এর অর্থ হল উনি আমার যত্ন নিতেন।’

শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর যে প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যায়, সেবিষয়েও কথা বলেছেন মুমতাজ। আমি ওকে (শর্মিলা ঠাকুর) অনেক সম্মান করি। উনি আমার থেকে অনেক বেশি শিক্ষিত এবং পরিশীলিত। আমি তো মাত্র আট বছর বয়সে কাজ শুরু করেছিলাম, তাই আমি কাজের সবকিছু শিখেছি। শর্মিলা হোক বা অন্য কোনো নায়িকা, তাদের সঙ্গে আমি আলাদা করে মেলামেশা করার সময় পাইনি। তবে হ্যাঁ, আমি শর্মিলাজির চেয়ে কাকার (রাজেশ খান্না) সঙ্গে বেশি ছবি করেছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছিল যে কাকার সঙ্গে আমার একট ছবিও ফ্লপ হয়নি। শর্মিলাজির সঙ্গে ওঁর সঙ্গে ফ্লপ ছিল।

 

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.