মুমতাজের বিয়ের পর রাজেশ খান্না কেঁদেছিলেন? অতীতে এমনই এক গুজব নিয়ে সাম্প্রতিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী মুমতাজ। প্রবীণ অভিনেতত্রীর কথায়, এ বিষয় তিনি শুনেছিলেন। কিন্তু তিনি নিজের সঠিক ভাবে জানেন না। কারণ রাজেশ খান্না ভীষণ রকমের ‘আত্ম-মর্যাদায় ভরপুর মানুষ’ ছিলেন। তাই মুখের উপর কোনও দিনও স্বীকার করেননি।
'দো রাস্তে', 'আপ কি কসম', 'দুশমন', 'সাচ্চা ঝুটা'-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। রাজেশ-মুমতাজ জুটিকে নিয়ে বরাবর চর্চা চলত টিনসেল টাউনে। খবর রটেছিল, মুমতাজ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মনে মনে খুব দুঃখ পেয়েছিলে রাজেশ খান্না। এমনকি অভিনেতা নাকি অনুভব করেছিলেন, তিনি তাঁর ‘ডান হাত’ হারিয়েছেন। আরও পড়ুন: ভারতীয়দের ত্বকের সঙ্গে মিল নেই মুমতাজের ত্বকের, প্রবল সমস্যায় চিকিৎসকরা
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুমতাজ জানিয়েছেন, ‘মানুষ তাই বলে যদিও আমি এখানে ছিলাম না। কাকা আমার মুখে উপর বলার মতো মানু নয়, আত্ম-মর্যাদায় ভরপুর একজন মানুষ ছিলেন। কিন্তু তাঁর কাছের লোকেরা আমাকে বলেছিল, আমি যখন বিয়ে করে ভারত ছেড়েছিলাম, তখন কাকা বলেছিলেন, 'আমি আমার ডান হাত হারিয়েছি!' হয়তো তিনি আমাকে মিস করতেন। আসলে আমরা একসঙ্গে এত কাজ করেছি, এক দুর্দান্ত জুটি তৈরি হয়েছিল আমাদের।'
তিনি আরও প্রকাশ করেছেন, রাজেশ খান্না অসুস্থ থাকাকালীন তিনি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আজও কাকার সিনেমা দেখলে তিনি তাঁকে মিস করেন। অভিনেত্রীর কথায়, ‘পরিবার কাকার যত্ন নিতেন। আমিও তাঁকে মিস করি। আমি যখন তাঁকে টিভিতে দেখি, ভাবি কেন তিনি এত তাড়াতাড়ি চলে গেলেন!’
১৯৭৪ সালে উগান্ডার ব্যবসায়ী ময়ূর মাধবানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুমতাজ। তাঁদের দুই কন্যা সন্তান নাতাশা এবং তানিয়া।