মুনাওয়ার ফারুকি পেশাগত দিক থেকে তো বটেই, ব্যক্তিগত জীবনেও এখন বেশ ভালো সময় কাটাচ্ছেন। দুবাইতে তাঁর প্রথম আন্তর্জাতিক ইভেন্টটের সব টিকিট শোল্ড আউট হয়ে গিয়েছে, পাশাপাশি স্ত্রী মেহজবীন কোটওয়ালার সঙ্গেও তিনি বেশ সুন্দর মুহূর্তও কাটাচ্ছেন। যদিও ফারুকি তাঁর বিয়ের পরিকল্পনা গোপনই রেখেছিলেন। আসলে তিনি এখন তাঁর প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে খুব সচেতন, অনেক ধীর স্থির ভাবে নিচ্ছেন সব সিদ্ধান্ত। তাই সবটা গুছিয়ে নিয়ে, তবেই তিনি অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন।
মুনাওয়ার ফারুকি এবং তাঁর স্ত্রী মেহজবীন দু'জনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে নানা আভাস দিয়েছেন ঠিকই, কিন্তু গোপন বিয়ের কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে, মুনাওয়ার সম্প্রতি স্ত্রী মেহজবীনের সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে মুনাওয়ার ও মেহজবীন হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি লিখেছেন, 'W in Life'। 'W' অর্থে এখানে ওয়াইফ বা স্ত্রীয়ের কথা যে উল্লেখ্য করা হয়েছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ছেলের জন্যই আবার কাছকাছি? ‘রাও-খান হলিডে’-তে খোশ মেজাজে আমির-কিরণ
সম্প্রতি, মেহজবীন দুবাইতে মুনাওয়ারের ইভেন্টে অংশ নিয়েছিলেন, পরে এই জুটি তাঁদের দুই সন্তানের সঙ্গে বার্গার খেয়ে, মলে ঘোরাঘুরি করে সময় কাটিয়েছিলেন। মুনাওয়ার তাঁর ছেলে এবং মেহজাবীনের মেয়ের সঙ্গে খাবার খাওয়ার নানা ছবিও পোস্ট করেছেন। পাশাপাশি এগুলি শেয়ার করে 'পারিবারিক সময়' বলেও উল্লেখ করেছন।
প্রসঙ্গত, মুনাওয়ার ফারুকি ২০২৪ সালের ২৬ মে মুম্বইতে গোপনে সেলিব্রিটি মেক-আপ আর্টিস্ট মেহজবীন কোটওয়ালাকে বিয়ে করেছিলেন। যদিও শুরুতে কাকে মুনাওয়ার বিয়ে করেছেন তা জানা যায়নি। পরে মেহজবীনের থেকে নানা আভাস পেয়ে বোঝা যায় যে তিনি মুনাওয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি মেহজবীনের দ্বিতীয় বিয়ে। তার আগের পক্ষের একটি দশ বছরের মেয়েও রয়েছে।
আরও পড়ুন: ‘গোল্ড মেডেল বেচে খেতে হয়েছে’, প্রবল অর্থকষ্ট, জীবনের লড়াই শোনালেন ছন্দা চট্টোপাধ্যায়
ফারুকি ও মেহজবীনের প্রথম দেখা হয় কাজের সূত্রে। তারপর সেখান থেকে বন্ধুত্ব, এবং পরবর্তী কালে তাঁরা দুজনে বিয়ের কথা ভাবেন। ফারুকির ঘনিষ্ঠ বন্ধু হিনা খান তাঁদের দু'জনের পরিচয় করিয়ে দেন বলে জানা গিয়েছে। ফারুকি ও মেহজবীনের বিয়েতে ইন্ডাস্ট্রির বন্ধুদের মধ্যে হিনা খানই একমাত্র উপস্থিত ছিলেন।