বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা সঙ্গীত পরিচালক রাজ। ২১ মার্চ, রবিবার হায়দরাবাদেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। সঙ্গীত পরিচালকের আকষ্মিক মৃত্যুতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সুরকার বন্ধু কোটির সঙ্গে মিলিতভাবে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করতেন রাজ। তাঁদের জুটি ‘রাজ-কোটি’ হিসাবেই জনপ্রিয় ছিল।
প্রসঙ্গত রাজের পুরো নাম থোটাকুরা সোমরাজু। বহু ব্লকবাস্টার ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাজ-কোটি জুটি। রাজ খ্যতনামা শিল্পী এ আর রহমানের কীবোর্ড প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন প্রায় ৮ বছর। এ আর রহমান রাজ-কোটিকে নিজের ভাইয়ের চোখেই দেখতেন।
আরও পড়ুন-দুর্ঘটনায় মৃত সুচন্দ্রা দাশগুপ্ত, অভিনেত্রীর মৃত্যুতে কী বলছে ‘গৌরী এলো’ টিম?
আরও পড়ুন-লরির চাকায় পিষে মৃত্যু অভিনেত্রী সুচন্দ্রার, শেষ কী কথা হয়েছিল? মুখ খুললেন স্বামী

সঙ্গীত পরিচালক রাজ
রাজ সঙ্গীত পরিচালনা এবং অর্কেস্ট্রায় নোট দেওয়ার জন্য পরিচিত ছিলেন বলে জানিয়েছেন তাঁর সুরকার বন্ধু কোটি। তবে, কোটি তাঁর সমস্ত গানের রচনায় রাজকে সমান কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে তাঁদের প্রতিটি গানের কৃতিত্বে দুজনেরই সমান অংশ রয়েছে।
কর্মজীবনে, রাজ-কোটি প্রায় ১৮০টি ছবির সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁদের ৩০০০টি গানের মধ্যে প্রায় ২,৫০০টি গান গেয়েছেন জনপ্রিয় গায়ক এসপি বালাসুব্রহ্মণ্যম এবং কে এস চিত্রা। রাজ এবং কোটি ১৯৯৪ সালে নাগার্জুনের ‘হ্যালো’ ব্রাদারের জন্য সেরা সঙ্গীত পরিচালকের জন্য ‘নন্দী’ পুরস্কার পান। মাঝে অবশ্য রাজ-কোটি জুটি ভেঙে গিয়েছিল। তবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই জুটি ফের একসঙ্গে ফেরার কথা ঘোষণা করেছিলেন। তবে তারই মাঝে সঙ্গীত পরিচালক রাজের আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি। রাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী বহু গীতিকার, গায়ক, ফিল্ম নির্মাতা ও অভিনেতারা।