৮ ডিসেম্বর কলকাতা স্তব্ধ হয়েছিল ব্রায়ান অ্যাডামসের সুরে। শীতের সন্ধ্যা জমে উঠেছিল সামার অব ৬৯, এভরিথিং আই ডুর সুরে। টলিউড তারকাদের সঙ্গে হাজির ছিলেন বাংলার সঙ্গীত জগতের তাবড় তাবড় শিল্পীরা। ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্ররা তো ছিলেনই, ছিলেন বাংলা রক এবং ব্যান্ড দুনিয়ার শিল্পীরাও। রূপম ইসলাম থেকে শুরু করে অনুপম রায় ব্যান্ডের সদস্য, ফকিরা ব্যান্ডের সদস্য, পৃথিবী ব্যান্ডের কৌশিক চক্রবর্তী, প্রমুখকে দেখা যায়।
ব্রায়ান অ্যাডামসের কনসার্ট নিয়ে কী লিখলেন কৌশিক চক্রবর্তী?
এদিন পৃথিবী ব্যান্ডের কৌশিক চক্রবর্তী ব্রায়ান অ্যাডামসের কনসার্টের একটি ক্লিপ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'কলেজের ক্যান্টিনে অভিজিতের হবনারের অ্যাকোস্টিক গিটারটা বাজিয়ে ঠিক এটাই গাইতাম। ঠিক এটাই। ২১ বছর পরও কিচ্ছু পাল্টায়নি। কিচ্ছু না। লাভ ইউ ব্রায়ান। ব্যাক ইন দ্য সামার অফ সিক্সটি নাইন ।'
কী লিখলেন নবারুণ বসু?
অনুপম রায় ব্যান্ডের অন্যতম সদস্য তথা সঙ্গীত পরিচালক, কম্পোজার নবারুণ বসু এদিন সন্দীপন পারিয়াল, প্রমুখের সঙ্গে ব্রায়ান অ্যাডামসের কনসার্ট দেখতে এসেছিলেন। তিনি সেই কনসার্টের এক টুকরো ঝলক পোস্ট করে লেখেন, 'হেভেনের এক টুকরো।'
রূপম-পত্নী কী লিখলেন?
বাংলার রকস্টার রূপম ইসলাম এদিন স্ত্রী পুত্রকে নিয়ে ব্রায়ান অ্যাডামসের কনসার্ট দেখতে গিয়েছিলেন। অভিজ্ঞতা জানিয়ে রূপসা দাশগুপ্ত লেখেন, 'গতকাল রাতে বুঝলাম যে ভটকরা ফসিলসের গান শুনে বড় হয়েছেন তাঁরা আমাদের কনসার্টে এসে কী অনুভব করেন। ব্রায়ান অ্যাডামসকে লাইভ শুনতে পারা ম্যাজিকাল।'
আরও পড়ুন: ‘সপ্তাহে তিনদিন…’ ফিট থাকতে কেবল শরীর চর্চা নয়, সৌরভের সিক্রেট ডায়েট ফাঁস করলেন মমতা
আরও পড়ুন: কলকাতার শীতে যখন ‘সামার অফ ৬৯’-এর জাদু, কল্যাণীকে ‘আশিক’ বানালো হিমেশ!
দীর্ঘ ছয় বছর পর আবার ভারতে শো করতে এলেন ব্রায়ান অ্যাডামস। তিনি এর আগে ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তাঁর ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তাঁর কনসার্ট। মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন।