এমনিতে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ মীর আফসর আলি। সংক্ষেপে মীর। কাজ তো বটেই বিভিন্ন সামাজিক বিষয়েও হরেকরকমের পোস্ট করে থাকেন তিনি নেটমাধ্যমে । পাশাপাশি ফাঁকফোকরে আপলোড হয় মজাদার সব ভিডিও। তবে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছেন এই জনপ্রিয় টলি-ব্যক্তিত্ব। তবে মাঝেমধ্যেই মেয়ে মুস্কানের নানান সাফল্যের কথা ফেসবুক পেজে শেয়ার করেছেন মীর।
সম্প্রতি ISCE, ISC রেজাল্ট বেরিয়েছে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তালিকায় ছিলেন মুস্কানও। তা মেয়ের রেজাল্ট দেখে নিজেকে আর ধরে থাকতে পারলেন না মীর। অবশ্যই খুশিতে। দারুণ নম্বর নিয়ে পাশ করেছেন 'মীর-কন্যা'। মুস্কান পেয়েছেন ৯৭.৭৫ শতাংশ নম্বর। আর বাবা হিসেবে মেয়ের এই 'কান্ড' দেখে যারপরনাই গর্বিত মীর। বাঁধভাঙা খুশিতে ফলাও করে মুস্কানের এই সাফল্য পোস্ট করেছেন তিনি। বাবা হিসেবে তাঁর এই বাঁধভাঙা উচ্ছ্বাস একটুও না লুকিয়ে নিজের অনুরাগীদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলেই নেটমাধ্যমে প্রায় সঙ্গে সঙ্গেই ভাগ করে নিয়েছিলেন মীর। সঙ্গে মেয়েকে 'রকস্টার' খেতাব দিতেও ভুল করেননি তিনি।

ফেসবুকে মীরের পোস্ট,' শেষমেশ ১২ ক্লাস পাশ। আইএসসি পরীক্ষায় ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়েছে মুস্কান। ভীষণ, ভীষণ গর্ব হচ্ছে আমার আজ। আমার 'রকস্টার'-কে অনেক শুভেচ্ছা'।