বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora: মালাইকার ছেলে পা দিল ২০-তে! বলিউডের এই ‘সেক্সি মাম্মা' কী লিখল আরহানের উদ্দেশে?

Malaika Arora: মালাইকার ছেলে পা দিল ২০-তে! বলিউডের এই ‘সেক্সি মাম্মা' কী লিখল আরহানের উদ্দেশে?

আরহানকে নিয়ে আবেগঘন মালাইকা

Malaika Arora: মালাইকার ছোট্ট সোনামণি এখন ‘হ্যান্ডসাম ম্যান’। ছেলের ২০তম জন্মদিনে আদুরে বার্তা মালাইকার। 

তাঁর রূপের ছটায় এখনও মুগ্ধ আট থেকে আশি। মালাইকার সেক্সি ফিগার দেখলে বোঝা দায় তাঁর ছেলের বয়স কত! বুধবার ২০-তে পা দিল মালাইকা এবং আরবাজের একমাত্র পুত্র আরহান খান। ইনস্টাগ্রামে ছেলের জন্য আবেগঘন বার্তা মালাইকার। ছেলের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুললেন মালাইকা, সঙ্গে আরহানকে এদিন ‘মাম্মাস বয়’ বলে উল্লেখ করেন মাল্লা।

এদিন ছেলের ছেলেবেলার ছবি শেয়ার করে নস্টালজিয়ার ডুব দিলেন অভিনেত্রী। এদিন আরহানের ছবি দেখে ফ্যানেরা তাঁর মধ্যে খুঁজে পাচ্ছে আরবাজের ছায়া। বাবার সঙ্গে আরহানের মুখের আদলের বেশ খানিকটা মিল রয়েছে তা বলাই যায়। ছোট্ট আরহান এখন 'হ্যান্ডসাম ম্যান' তা অজানা নয় মালাইকারও। তবুও মায়ের কাছে সে ছোট্টোই থাকবে।

মালাইকা এদিন লেখেন- ‘আমা বেবি বয় আজ একজন অভিজ্ঞ পুরুষ… কিন্তু আমার কাছে তো ছোট্ট সোানাই থাকবে তুমি। শুভ জন্মদিন আরহান’। হ্যাশট্যাগে মালাইকা যোগ করেন, ২০-তে পা দিলেন আরহান। মালাইকার পোস্ট করা ছবিগুলো দেখে ফ্যানেরা নিশ্চিত, ‘আরবাজের মতোই দেখতে আরহানকে’। অনেকে তো আবার চর্চা শুরু করেছেন কবে বলিউডে পা রাখছেন আরহান?

১৯৯৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন আরবাজা-মালাইকা। বিয়ের চার বছর পর পুত্র সন্তানের মা হন মালাইকা। মডেলিং কেরিয়ারের শীর্ষে থেকেও সন্তান ধারণ থেকে পিছপা হননি মাল্লা। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ইতি টানেন আরবাজ-মালাইকা। ডিভোর্সের সিদ্ধান্ত সহজ ছিল না, বিয়ে ভাঙার পর ‘কঠিন সময়’-এর মধ্যে দিয়ে গিয়েছেন মালাইকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন- ‘আমার ব্যক্তিজীবনে ঝড় বয়ে গিয়েছিল এই কারণে। অনেক কিছু আমার মাথার মধ্যে চলছিল। পরিবারের চাপ ছিল, আমাকে ভাবতে হয়েছিল এতে আমার ছেলের উপর কী প্রভাব পড়বে, আমি কীভাবে এটার সাথে মানিয়ে নেব, সমাজ কী বলবে, আমি আদৌ কাজ পাব তো-- সব কিছু চলেছিল আমার মাথার মধ্যে। হয়তো এটা আমার জীবনের সবথেকে খারাপ একটা সময়। এমন এক উত্থান-পতন যার সাথে মানিয়ে নিতেই আমার অনেকটা সময় চলে গিয়েছে। কারণ এটা শুধু আমার উপর প্রভাব ফেলেনি, আমার গোটা পরিবারের উপর ফেলেছিল। আমার বাচ্চাটাও এর সাথে জড়িত ছিল।’

দাম্পত্য ভাঙলেও ছেলের জন্য বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রেখেছেন আরবাজ-মালাইকা। আপতত অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রণয় ডোরে আবব্ধ মালাইকা। অন্যদিকে বিদেশিনী জর্জিয়া আদ্রিয়ানিকে মন দিয়েছেন আরবাজ।

 

বন্ধ করুন