বক্স অফিসে গদর ২-র রমরমা। মাত্র ৮ দিনেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে সানি দেওলের এই ছবি। কিন্তু এই সাফল্যের মাঝেও আফসোসের সুর দেওল পরিবারের মাথার মুখে। ধর্মেন্দ্রে এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন, কোনওদিন যোগ্য সম্মান পায়নি তাঁর পরিবার। বর্ষীয়ান অভিনেতা জানান, ‘আমার পরিবার কোনওদিন সঠিকভাবে নিজেদের মার্কেটিংটা করতে পারেনি। আমরা চেয়েছি কাজই আমাদের হয়ে কথা বলুক। বলিউডের সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে দু-টো সানির। কিন্তু কোনওদিন নিজের সাফল্যের খতিয়ান নিয়ে কথা বলে না। ববিও ভালো কাজ করছে। কিন্তু আমাদের কোনও প্রাপ্যটুকু দেওয়া হয় না। তাতে অবশ্য আমাদের কিছু যায় আসে না। ফ্যানেদের ভালোবাসাই আমাদের কাছে সব। ইন্ডাস্ট্রির তরফে কোনওরকম স্বীকৃতির দরকার নেই’। খানিক হতাশার সুরেই বলেন- ‘জানেন আমি কোনও অ্যাওয়ার্ড পাইনি, এমনকি সত্যকাম ছবির জন্যও নয়’।
গদর ২-এর সাফল্যে খুশি সানির বাবা। ২২ বছর পর গদর-এর সিকুয়েল নিয়ে হাজির হয়েছেন পরিচালক অনিল শর্মা। বলা যায়, এক যুগ পার হয়ে গিয়েছে। তারপরেও এই ছবি ঘিরে সিনেমা হলে যে উন্মাদনা চোখে পড়ছে তা বিরল। অষ্টম দিনেও প্রায় ২০ কোটি টাকা ঘরে এনেছে গদর ২, যার ফলে বর্তমানে ছবির কালেকশন ৩০৮ কোটি টাকা।
১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টের প্রেক্ষাপটে সাজানো এই ছবি। এবারও একাই পাক সেনাকে পরাস্ত করে লাহোরে পা রাখবে তারা সিং। স্ত্রী নয়, দ্বিতীয় দফায় লক্ষ্য বন্দি ছেলেকে ঘরে ফেরনো। যে ভূমিকায় রয়েছেন উৎকর্ষ শর্মা। ২২ বছর আগে আমিশা-সানির অনস্ক্রিন পুত্রের চরিত্রে উৎকর্ষই অভিনয় করেছিলেন।
গদর ২-এর সাফল্য নিয়ে সম্প্রতি সানি দেওল মুখ জানান, ‘মনে হচ্ছিল ভগবান আমার সাথেই আছেন আমি এই হাসছি, এই কাঁদছি। এমন অবস্থা হয়েছিল। বাবাকে বারবার বলছিলাম, বিশ্বাস করো আমি মদ খাইনি। কিন্তু খুশিতে পাগল হয়ে গেছি’। সব শেষে ছবির হিট গানের লাইন ধার করে সানি দেওল যোগ করেন, ‘মেয় নিকলা গড্ডি লেকে… এক মোড় আয়া, উত্থে রব মিল গায়া’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি গাড়ি নিয়ে পথে বেরিয়েছিলাম.. এরপর একটা মোড় এলো, সেখানে আমি ভগবানের দর্শন পেলাম’।
সানি একা নন, সম্প্রতি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন ধর্মেন্দ্রও। আলিয়া-রণবীর অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন নব্বই ছুঁইছুঁই তারকা। ছবির অন্যতম চর্চিত অংশ ছিল শাবানার ঠোঁটে ৮৭ বছরের ধর্মেন্দ্রর চুমু। বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করেছে করণ জোহরের এই ছবিও।