বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: হিরোর ১০% পারিশ্রমিক পেতাম, সে ইচ্ছেমতো সেটে আসতো, আমি বসে থাকতাম: প্রিয়াঙ্কা

Priyanka Chopra: হিরোর ১০% পারিশ্রমিক পেতাম, সে ইচ্ছেমতো সেটে আসতো, আমি বসে থাকতাম: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

Priyanka Chopra: 'আজও একজন বলিউড হিরোর সমান পারিশ্রমিক পাব না', বি-টাউনের বেতন-বৈষম্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় সরব প্রিয়াঙ্কা চোপড়া। 

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী, এখন হলিউডেও দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিঃসন্দেহে বলিউডের ‘গ্লোবাল আইকন’ তিনি। সদ্যই প্রিয়াঙ্কার মুকুটে জুড়েছে নতুন পালক। চলতি বছর বিবিসি'র ‘১০০ উইম্যান’-এর তালিকায় জায়গা করে নেওয়া ভারতীয় মহিলাদের মধ্যে একজন প্রিয়াঙ্কা।তবে কেরিয়ারের শুরুর দিনগুলো মোটেই সুখকর ছিল না অভিনেত্রীর জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই খোলসা করেছেন ‘দেশি গার্ল’। 

বিশেষত বলিউডে হিরো আর হিরোইনের মধ্যেকার পারিশ্রমিক বৈষম্যকে ফের একবার উস্কে দিলেন প্রিয়াঙ্কা। নিজের লড়াইয়ের দিনের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘বলিউডে আমি কখনোই পুরুষ সহকর্মীদের সমান পারিশ্রমিক পাইনি। আমি আমার পুরুষ সহ-অভিনেতার বেতনের মাত্র ১০ শতাংশ পেতাম। এতোটাই বৈষম্য ছিল পারিশ্রমিকে। অনেক অভিনেত্রী এখনও এই পরিস্থিতির সম্মুখীন হন। আমি নিশ্চিত যে আমি এই মুহূর্তেও বলিউডে একজন পুরুষ সহ-অভিনেতার চেয়ে কম পারিশ্রমিক পাব। এই বৈষম্য নিয়ে আমার জেনারেশনের বহু অভিনেত্রী প্রতিবাদ জানিয়েছেন, আমরা সম-পারিশ্রমিক দাবি করেছি, তবে কোনওদিন তা পাইনি’। 

শুধু পারিশ্রমিকেই বৈষম্য ছিল তা নয়, শ্যুটিং সেটে নায়কদের মতো সুবিধাও পেতেন না তিনি। এবং সেইসময় সদ্য মিস ওয়ার্ল্ডের তাজ জেতা প্রিয়াঙ্কার মনে হত, এটাই বোধহয় স্বাভাবিক। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ভাবতাম ঘন্টার পর ঘন্টা সেজেগুজে সেটে বসে থাকাটা স্বাভাবিক, যেখানে পুরুষ সহ-অভিনেতারা নিজেদের সময় নিত, নিজেদের ইচ্ছামতো এবং সময়মতো শ্যুটিং সেটে আসতো এবং সেইমতো ঠিক হত কখন শ্যুটিং হবে’।

যদিও হলিউডে এই ছবিটা সম্পূর্ণ আলাদা বলে জানান অভিনেত্রী। আগামিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে আমাজন প্রাইম ভিডিয়োর ছবি ‘সিটাডেল’-এ। ছবিতে হিরো রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছেন বলে ইঙ্গিত দেন নায়িকা। অভিনেত্রীর কথায়, ‘সিটাডেলে প্রথমবার আমার সঙ্গে এটা ঘটল, তাও হলিউডে। আমি জানি না আগে কী ঘটবে’। 

এই সাই-ফাই ড্রামা সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স। পরিচালনার দায়িত্বে রয়েছেন প্যাট্রিক মর্গ্যান। এছাড়াও নায়িকার হাতে রয়েছে ‘লাভ এগেন’-এর মতো আন্তর্জাতিক প্রোজেক্ট। দীর্ঘদিন পর ‘জি লে জারা’ ছবির সঙ্গে বলিউডে কামব্যাক করবার কথা প্রিয়াঙ্কা। ফারহান আখতারের এই নারীকেন্দ্রিক ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও থাকছেন ক্যাটরিনা ও আলিয়া। 

 

বন্ধ করুন