বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai: ‘মনোহরা’র পর মিঠাই-এর পরিচালককেও কেড়ে নিল ফুলকি! আদৃতের পোস্টে চোখে জল ভক্তদের

Mithai: ‘মনোহরা’র পর মিঠাই-এর পরিচালককেও কেড়ে নিল ফুলকি! আদৃতের পোস্টে চোখে জল ভক্তদের

ক্ষুব্ধ মিঠাই ভক্তরা

Mithai vs Phulki: শুধু ‘মিঠাই’-এর স্লট বা সেট নয়, শেষবেলায় ‘ক্যাপ্টেন অফ মিঠাই’কেও কেড়ে নিন ‘ফুলকি’। জি বাংলার নতুন মেগার দায়িত্বে রাজেন্দ্র প্রসাদ দাস, মিঠাই থেকে সরে দাঁড়ালেন।

শেষবেলায় মিঠাই-এর থেকে যেন সবকিছুই কেড়ে নিচ্ছে ফুলকি! একদম শেষের পথে জি বাংলার ব্লকবাস্টার মেগা ধারাবাহিক ‘মিঠাই’। আড়াই বছরের সফর পার করে এবার বিদায় নেওয়ার পালা! কবে শেষবার সম্প্রচারিত হবে ‘মিঠাই’? তা এখনও জানা নেই। তবে আইপিএল শেষ হলেই ছোটপর্দায় বড়সড় রদবদল আসবে তা নিশ্চিত।

গত শনিবারই ‘মনোহরা’য় শেষবার শ্যুটিং করেছে টিম ‘মিঠাই’। এরপর ভাঙা হয়েছে সেই সেট। চলছে নতুন করে সেট গড়ার কাজ। মনোহরা-য় গড়ে উঠবে জি বাংলা প্রোডাকশনের আসন্ন মেগা ‘ফুলকি’র সেট। সিরিয়ালের সেট ভাঙা নতুন ঘটনা নয় টেলিপাড়ায়, তবুও ‘মিঠাই’-এর সেট চোখের সামনে ভেঙে গুঁড়িয়ে যেতে দেখাটা সহজ ছিল না হাজার হাজার মিঠাই ভক্তদের কাছে। সেই ধাক্কা সামলানোর আগেই নতুন ধাক্কা। মিঠাই-এর পরিচালককেও ছিনিয়ে নিল ফুলকি! হ্যাঁ, এখন আর মিঠাই ধারাবাহিক পরিচালনা করছেন না রাজেন্দ্র প্রসাদ। এখন তিনি ‘ফুলকি’কে গড়ে তোলবার দায়িত্বে।

'রাজেন্দ্র স্যার'-এর বিদায়বেলায় আবেগঘন উচ্ছেবাবুও। পরিচালককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট লেখেন আদৃত। তাঁকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে সিরিয়ালের সমস্ত চরিত্রের নাম উল্লেখ করেন পর্দার সিদ্ধার্থ মোদক। জানান কীভাবে তিলে তিলে প্রত্যেক চরিত্রকে নিজের হাতে করে গড়ে তুলেছেন। আদৃত লেখেন, ‘…. যে যে চরিত্র আপনারা ‘মিঠাই' ধারাবাহিকে দেখেছেন এবং ভালোবেসেছেন, সেই চরিত্রগুলো, সেই মজার মুহূর্তগুলো, সেই ইমোশনগুলো-- কোনওটাই সম্ভব হয়ে উঠতো না যদি না এই মানুষটা থাকতেন। মনোহরা পরিবার এবং মনোহরায় আসা প্রত্যেক অতিথিকে গড়ে তুলেছেন এই মানুষটা-- ‘ক্যাপ্টেন অফ মিঠাই’। আজ আমার গুরু, শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস শেষবারের মতো মিঠাই ধারাবাহিক পরিচালনা করলেন।'

এরপর আদৃত লেখেন, ‘এতো ভালোবাসা, এতো অ্যাওয়ার্ড-রিওয়ার্ড, কোনওটাই অনেকেটা ছাড়া সম্ভব হতো না! আজ খুব ইমোশন্যাল দিন আমাদের জন্য, স্যারকে প্রণাম! আপনারা তারকা তৈরি করেন, এই ভদ্রলোক ‘অভিনেতা’ তৈরি করেন… আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব স্যার! অনেক শুভেচ্ছা আপনার নতুন শো ‘ফুলকি’র জন্য! সবাই দেখবেন, সপরিবারে দেখবেন'। 

এই পোস্ট দেখে এক আদৃত ভক্ত লেখেন, ‘এই সিরিয়ালটা একটা আবেগ। তোমার এই পোস্ট দেখে নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে! কিন্তু সত্যিটা বোধবয় মেনে নিতে হয়’। অপর একজন লেখেন, ‘এটা আশা করিনি যে শেষবেলায় আমাদের ক্যাপ্টেনও ছিনিয়ে নেওয়া হবে। তবে এই জার্নিটা খুব স্পেশ্যাল, এইভাবেই বোধহয় আমরা একটু একটু করে তৈরি হচ্ছি মিঠাইকে বিদায় জানাতে’। 

জি বাংলার অন্যতম সফল পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। ‘মিঠাই’-এর আগে ‘রাণী রাসমণি’র মতো সুপারহিট মেগা সিরিয়াল জি-এর পরিচালনা করেছেন তিনি। এক কথায় চ্যানেলের ‘লাকি চার্ম’ তিনি। তাঁর নির্দেশে ‘ফুলকি’ কি সাফল্যের মুখ দেখবে? সেই উত্তর দেবে সময়। 

বায়োস্কোপ খবর

Latest News

আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.