দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ক্যাটরিনা। বিয়ের পর একমাত্র টাইগার ৩ এবং মেরি ক্রিসমাসে দেখা মিলেছে অভিনেত্রীর। প্রথমটির শ্যুটিং বিয়ের আগেই সেরে ফেলেছিলেন ক্যাট। আপাতত নতুন কোনও ছবি সাইন করেননি নায়িকা। হাতে রয়েছে একমাত্র ‘জি লে জারা’, যার ভবিষ্যত অনিশ্চিত।
চল্লিশোর্ধ নায়িকার মা হওয়ার গুঞ্জন বারবার কানে এসেছে। অভিনয়ের চেয়ে বেশি আজকার নিজের বিউটি ব্র্যান্ড নিয়েই ব্য়স্ত ক্যাট। আজকাল উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলতে ব্যস্ত সুন্দরী। ইকোনমিক টাইমসের সাথে কথা বলার সময়, ক্যাটরিনা জানান মাঝে মাঝে তার স্বামী ভিকি কৌশল তাকে ‘ডিনার টেবিলে ফোনটি নামিয়ে রাখতে’ বলেন।
দু-দশকের বেশি সময় বলিউডে পার করে ফেলেছেন ক্যাট। নতুন সফরে স্বামী কতটা সাপোর্টিভ? নায়িকার কথায়, ‘অভিনেত্রী এবং উদ্যোক্তা হিসাবে কেরিয়ারের ভারসাম্য বজায় রাখা অবিশ্বাস্যভাবে চ্য়ালেঞ্জিং এবং ডিম্যান্ডিং। এমন অনেক সময় আছে যখন আমার স্বামী আমাকে ডিনার টেবিলে ফোনটি নামিয়ে রাখতে বলেন, তবে আমার প্রায়শই গুরুত্বপূর্ণ লঞ্চের জন্য একটি শেষ কাজ আমাকে সেরে ফেলতে হয়। ভিকি বুঝতে পারেন যে এই উৎসাহটা কাজের প্রতি প্যাশন থেকেই আসে। আমি বিশ্বাস করি কারুর ব্যবসার জগতে প্রবেশ তখনই প্রবেশ করা উচিত যখন তারা মনে করবে যে সেখানে তাদের অবদান রাখার মতো কিছু আছে এবং তারা যে পণ্যটি দিচ্ছে তার সাথে গভীর সংযোগ রয়েছে।’
ক্যাটরিনার বিউটি ব্র্যান্ড কে বিউটি ইতিমধ্যেই ভারতীয় নারীদের পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে। প্রসঙ্গত, ভিকিকে আগামিতে রশ্মিকার সঙ্গে 'ছভা' ছবিতে দেখা যাবে। তাঁকে এই ছবিতে রাজা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে দেখবে দর্শক। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিটি এই বছর ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ভিকিকে শেষ দেখা গিয়েছিল আনন্দ তিওয়ারি পরিচালিত ব্যাড নিউজ ছবিতে। ছবিতে অভিনয় করেছেন অ্যামি ভির্ক, তৃপ্তি ডিমরি এবং নেহা ধুপিয়া। গত ১৯ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।