২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অভিনেত্রীর একাধিক বিনিয়োগের তথ্য চার্জশিটে প্রমাণ হিসাবে পেশ করেছে তদন্তকারী সংস্থা। যদিও অভিনেত্রীর পালটা দাবি ওই ফিক্সড ডিপোজিটগুলো তাঁর নিজের কষ্টার্জিত টাকার। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কোনও যোগ নেই ওই টাকার।
প্রিভেনশন অফ মানি লন্ডারিং (Prevention of Money Laundering Act)-এর দায়িত্বে থাকা সংস্থাকে অভিনেত্রী জানিয়েছেন, ওই ফিক্সড ডিপোজিটের টাকা তাঁর নিজস্ব। অপরাধমূলকভাবে সংগ্রহীত টাকা নয় ওইগুলো। সেই বিনিয়োগগুলো সুকেশ চন্দ্রশেখরকে চেনবার আগের। যখন ওই টাকা তিনি ফিক্সড করেন, তখন তাঁর জানাও ছিল না সুকেশ চন্দ্রশেখর বলে কোনও ব্যক্তির অস্তিত্ব রয়েছে।
গত সপ্তাহে ইডি এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছেন। অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল দাবি করেছেন, ‘ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে জ্যাকলিন’কে। ইটাইমস-কে তিনি জানান, 'এই মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন জ্যাকলিন। জিজ্ঞাসাবাদের জন্য যতবার তাঁকে ডাকা হয়েছে, প্রতিবার হাজিরা দিয়েছেন তিনি। আর্থিক তছরুপ মামলার তদন্তের স্বার্থে সবধরনের তথ্য তদন্তকারীদের জানিয়েছেন জ্যাকলিন। কিন্তু তিনি যে প্রতারিত, তা মানতে নারাজ আধিকারিকরা। জ্যাকলিন একটা বড়সড় অপরাধমূলক চক্রান্তের শিকার।'
গত ১৭ই অগস্ট দিল্লি হাইকোর্টে দাখিল করা অতিরিক্ত চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। সুকেশের তোলাবাজির প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।
দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর তরফে দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে ইডি। সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল।
গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দিজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছে সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছে সে। জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকবার কথা নিজের মুখেই ইডির আধিকারিকদের জানিয়েছে সুকেশ।
জ্যাকলিন সরাসরি এই বিতর্ক নিয়ে মুখ না খুললেও, চার্জশিট পেশের দিন ইনস্টায় নিজেকে খোলা চিঠি দিলেন জ্যাকলিন। ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করেন অভিনেত্রী। সেখানে লেখা, 'যা কিছু ভালো, তা আমার প্রাপ্য। আমি যেমন, সে ভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করব। আমি পারবই।'