Updated: 28 Nov 2021, 08:18 PM IST
লেখক Priyanka Bose
নয়া ফটোশ্যুটে চোখ ধাঁধানো লুকে ধরা দিলেন মিমি।
1/4সামাজিক মাধ্যমে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাদা ফুল হাতা শার্টের সঙ্গে, কালো হাই ওয়েস্ট প্যান্ট পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। (ছবি ইনস্টাগ্রাম)
2/4মাথায় কালো টুপি, গলায় বো লাগানো, পায়ে হাই হিলের ব্যুট পরে এক্কেবারে ক্লাসিক লুকে ধরা দিয়েছেন নায়িকা। অনেকের মতে তাঁর এই সাজ মনে করিয়ে দিচ্ছে কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের কথা।
3/4নয়া ফটোশ্যুটের ছবি শেয়ার করে ক্যাপশনে মিমি লিখেছেন, ‘কেন ছেলেরা সব মজা নেবে, আমার পথে আমার নিয়মে’।