বাংলা নিউজ > বায়োস্কোপ > Naagin 6: দুনিয়াকে মহামারী থেকে বাঁচাতে, আসছে ‘সর্বশ্রেষ্ঠ নাগিন’ তেজস্বী

Naagin 6: দুনিয়াকে মহামারী থেকে বাঁচাতে, আসছে ‘সর্বশ্রেষ্ঠ নাগিন’ তেজস্বী

নাগিন ৬

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি শনি এবং রবিবার রাত ৮টায় কালার্সে সম্প্রচারিত হবে ‘নাগিন ৬’।

ছোট পর্দায় কামব্যাক করার জন্য প্রস্তুত ‘বিগ বস ১৫’এর জয়ী তেজস্বী প্রকাশ। টেলিভিশনের জনপ্রিয় শো ‘নাগিন’এর ৬ নম্বর সিজনে দেখা মিলবে তাঁর। গত বছর বিগ বসের ১৫-এ হাজির হয়ে প্রযোজক একতা কাপুর ‘নগিন'কে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন। যেমন কথা তেমন কাজ। আসছে ‘নাগিন ৬’।

আসন্ন ধারাবাহিকের নতুন প্রোমো ইতিমধ্যে কালার্স টিভির সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে। তেজস্বীকে টিজারে ‘সর্বশ্রেষ্ঠ নাগিন’ হিসেবে দেখা মিলেছে। টিজারে সম্পূর্ণ সোনালী রঙের পোশাকে দেখা মিলেছে এই সিজেনের নাগিনের। প্রথম 
ঝলকে বাজিমাত করেছেন তিনি।

২২ সেকেন্ডের প্রোমোয় ইতিমধ্যে থিমের আভাস মিলেছে। অন্যান্য মরশুমের থেকে আলাদা হবে এই সিজন,  আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন একতা কাপুর। ২০১৫ সালে মৌনি রায়, অর্জুন বিজলানি এবং আদা খানের সঙ্গে শুরু হয়েছিল এই সুপারন্যাচরাল ধারাবাহিকের প্রথম সিজেন। 

‘নাগিন’এর বিগত পাঁচটি সিজন দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শকের কাছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি শনি এবং রবিবার রাত ৮টায় কালার্সে সম্প্রচারিত হবে এই শো। 'ভুট' অ্যাপেও দেখা যাবে এই শো। কী চমক থাকছে নতুন সিজেনে? সবটাই সময়ের অপেক্ষা।

 

 

বন্ধ করুন