বাগদান পর্ব সারলেন ইয়ে হ্যায় মহব্বতে এবং নাগিন টিভি শো খ্যাত অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্য়ায়। প্রেমিক চিরাগ বাটলিওয়ালার সঙ্গে আংটি বদল পর্ব সারেন তিনি। মানালিতে পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটি বদল করেন তাঁরা। নব দম্পতিকে এ দিন সাদা পোশাকে দেখা মিলেছে। অভিনেত্রীর বাগদান পর্বের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
টিভি ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিও এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষ্ণার অনেক ইন্ডাস্ট্রি বন্ধু তাঁর খুব সুন্দর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। কৃষ্ণার ঘনিষ্ঠ বন্ধু শিরিন মির্জা তাদের বাগদানের অনেক হাইলাইট শেয়ার করেছেন। আরও পড়ুন: কাপুর পরিবারের গণেশ চতুর্থী! করিনা, করিশ্মা, রণধীর থেকে আদর একফ্রেমে গোটা পরিবার
কৃষ্ণা মুখোপাধ্যায়কে এ দিন দুধ সাদা গাউনে দেখা মিলেছে। এনগেজমেন্ট পার্টিতে অভিনেত্রী জেসমিন ভাসিন, আলি গোনি, অরিজিৎ তানেজা ছাড়াও অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন। আরও পড়ুন: দীপিকা, ঐশ্বর্য থেকে আলিয়া, বিখ্যাত হয়েই প্রেমিককে গুডবাই বলেছেন কোন কোন তারকা
জানা গিয়েছে, বাগদানের পর আগামী বছরই গাঁটছড়া বাঁধবেন কৃষ্ণা। সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণা বলেছিলেন, ‘আমরা গত বছরের ডিসেম্বরে একজন চেনা বন্ধুর মারফত দেখা করি। ও ইন্ডাস্ট্রির মানুষ নয়, মার্চেন্ট নেভিতে আছে। যখন ওর সঙ্গে প্রথম দেখা করি, ওকে ইউনিফর্মে দেখেছিলাম। প্রথম দেখাতেই ভালো লেগেছিল। ও খুব প্রাইভেট পার্সন, তাই নাম জানাতে চাই না।’
‘আমি এমন কাউকে খুঁজে পাইনি যে আমাকে এতটা ভালোবাসবে। আমার যত্ন নেবে। প্রতিটি ছোট কাজের খেয়াল রাখবে। খুব ছোট ছোট বিষয়েও ও আমার যত্ন নেয়। বিশেষ অনুভব করায়। আমি মন থেকে শুধুমাত্র একটা জিনিস জানতাম, ও আমার মনের মতো একজন। জিনিগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ও নিজেও একই ভাবে অনুভব করে আমার মতো। আমি খুব খুশি। তবে আমরা এই বছর বিয়ে করার পরিকল্পনা করছি না, আমরা ২০২৩ সালে গাঁটছড়া বাঁধব।’