বাংলা নিউজ > বায়োস্কোপ > Nabanita-Jeetu-Snehal: জিতুর সঙ্গে বিচ্ছেদ, স্নেহালের সঙ্গে ‘প্রেম-চর্চা’! ফুলশয্যার ছবি শেয়ার করলেন নবনীতা

Nabanita-Jeetu-Snehal: জিতুর সঙ্গে বিচ্ছেদ, স্নেহালের সঙ্গে ‘প্রেম-চর্চা’! ফুলশয্যার ছবি শেয়ার করলেন নবনীতা

ফুলশয্যার ছবি দিলেন নবনীতা। 

নবনীতা ডিভোর্সের খবর দেওয়ার পর থেকেই নানা ধরনের খবর রটতে শুরু করে। প্রথমে তো এই আলাদা হয়ে যাওয়ার কারণ হিসেবে নেটিজেনরা দোষ দিতে শুরু করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর এবার চর্চায় নবনীতা আর স্নেহালের ‘বন্ধুত্ব’। 

মাসখানেক ধরেই খবরে রয়েছেন জিতু কমল আর নবনীতা দাস। গত বছরও যেই জুটি ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চ কাঁপিয়েছিলেন নিজেদের রোম্যান্স দিয়ে, আজ তাঁরা খবরে নিজেদের বিচ্ছেদের জন্য। ২৯ জুন ফেসবুকে ডিভোর্সের ঘোষণা করেন নবনীতা। জানান, তিনি আর জিতু আর আগের মতো সুখে নেই একে-অপরের সঙ্গে। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত। এরপর নবনীতা মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারেও জানান, ফেব্রুয়ারি মাসেই তাঁরা বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন। আপাতত রয়েছেন সেপারেশনে। অগস্টে ডিভোর্সের কাগজপত্র হাতে পেয়ে যাওয়ারও কথা।

তবে নবনীতা ডিভোর্সের খবর দেওয়ার পর থেকেই নানা ধরনের খবর রটতে শুরু করে। প্রথমে তো এই আলাদা হয়ে যাওয়ার কারণ হিসেবে নেটিজেনরা দোষ দিতে শুরু করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। জিতু আর শ্রাবন্তী পরপর দুটো ছবি করা থেকেই নাকি তাঁদের প্রেম, আর তারপর বিচ্ছেদ। এমন রটে যায় নিমেষে। সেই সময় নবনীতা নিজে ফেসবুক লাইভে এসে প্রতিবাদ করেন। সাফ বলেন, তাঁদের বিচ্ছেদে কোনও তৃতীয় ব্যক্তির হাত নেই। তাই অকারণে যেন শ্রাবন্তীকে ডেকে এনে হয়রান না করা হয়।

তবে এরপরই সামনে আসে নবনীতার ‘নতুন প্রেম’। শহর কলকাতার এক পোশাক ব্যবসায়ী স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার ঘনিষ্ঠতার চর্চা চলতে থাকে টলিপাড়ার আনাচে-কানাচে। এমনকী, জিতুর জন্মদিনের আগের দিন নবনীতা দুটিছবি শেয়ার করেন সোশ্যালে। যেখানে তাঁকে একটি হোটেলের ব্যালকনিতে দেখা যায়। এরপর দেখা যায় স্নেহাল এই একই ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। তারপর আর দুইয়ে দুইয়ে চার করতে কারওরই কোনও সমস্যা হয়নি। বোঝা যায়, গোয়ায় স্নেহালের সঙ্গে ছুটি কাটিয়েছেন নবনীতা। প্রশ্ন উঠতে থাকে, নবনীতা আর স্নেহালের ঘনিষ্ঠতার কারণেই কি তাহলে জিতুর সঙ্গে বিচ্ছেদ?

আপাতত এই ত্রিকোণেই মজেছে নেটিজেনদের বড় একটা অংশ। আর তারই মাঝে ফুলশয্যার ছবি দিয়ে আরও একবার চমকে দিলেন নবনীতা সকলকে। দেখা গেল বেগুনি শাড়িতে ফুল দিয়ে সাজানো খাটের উপর বসে আছেন। গা ভরা গয়না। চুল খোঁপা করে তাতে গোলাপ ফুল গোঁজা। ক্যাপশনে ‘বিয়ের ফুল’-অভিনেত্রী লিখলেন, ‘জীবন নিখুঁত নাই হতে পারে। তবে আমার শাড়ির কুচি সবসময় নিখুঁত।’

সম্প্রতি নবনীতা আর স্নেহালের প্রেমচর্চা নিয়ে মুখ খুলেছেন জিতু। তাঁকে বলতে শোনা গিয়েছেন, ‘আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছন। আমি পরিণত হয়ে সেই ভুল করতে পারি না। এখন ও নিজের ভুলটা বুঝতে পারে।’ নবনীতার এই সম্পর্কের খবর তাঁকে কি ভাবায়? যাতে অপরাজিত-অভিনেতা বলেন, ‘একদম ভাবায় না। একজন পরিণত মানুষ নিজে ঠিক করবেন তিনি কখন কী করবেন। কোনটা করা যায়, সেটা অবশ্যই দেখার ব্যাপার আছে। তবে এই নিয়ে আমার কিছু ভাবনা নেই’।

যদিও নবনীতা স্নেহালের সঙ্গে বন্ধুত্ব স্বীকার করলেও, প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সাফ জানিয়েছেন, ‘স্নেহাল আমার নতুন বন্ধু। কয়েক মাস হল আলাপ হয়েছে। তার সঙ্গে তো এমন কোনও কথা রটা উচিত নয়।’

বন্ধ করুন