জিতু কমলের সঙ্গে গত বছরের মাঝামাঝি বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা দাস। ২০২৩ এর শেষের দিকেই আইনত আলাদা হন তাঁরা। দেখতে দেখতে বছর ঘুরে গেল। সম্প্রতি জীবনে একটি নতুন পরিবর্তন এনেছেন তিনি। সেই প্রসঙ্গ সহ ডিভোর্সের প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
জীবনে কী পরিবর্তন আনলেন নবনীতা?
নবনীতা দাস এদিন তাঁর চুল কেটে রং করে একেবারে ভোল বদলে ফেলেছেন। ঘাড় পর্যন্ত কেটে ফেলেছেন অভিনেত্রী তাঁর চুল। আর সেই লুকের ছবি দিয়ে তিনি এদিন লেখেন, 'ফ্রেশলি বেকড।' কিন্তু কেন এই পরিবর্তন আনলেন তিনি? কোনও কাজের জন্য? টিভি ৯ বাংলাকে জানিয়েছেন কোনও চরিত্রের জন্য তিনি চুল কাটেননি বা লুকস বদলাননি। বরং নিজের ভালো লাগার জন্যই করেছেন।
জিতু এবং ডিভোর্স নিয়ে কী বললেন নবনীতা?
এদিন অভিনেত্রী সাফ সাফ জানিয়ে দেন তিনি তাঁর জীবনের এই এপিসোড ভুলে যেতে চান। তাঁর কথায়, 'আমাদের বিবাহ বিচ্ছেদের প্রায় এক বছর হয়ে গেল। এই ডিভোর্সের চ্যাপ্টারটা আমি আর মনে করতে চাই না। এমন কিছু যে ঘটেছিল আমি সেটা ভুলে যেতে চাই। আমি রাখতে চাই না। আমার আশেপাশের কেউ এটা নিয়ে আলোচনা করেন না।'
নবনীতা এদিন আরও জানান তিনি বর্তমানে শান্তিতে আছেন। নিজেকে সময় দিচ্ছেন। তাঁর কথায় 'নিজেকে নতুন ভাবে গড়তে চাই। কাজের ধরনে বদল এসেছে, অভিনয়ের ধরন বদলেছে। তাই নিজেকে সেভাবে তৈরি করতে চাই।'
প্রসঙ্গত নবনীতাকে শেষবার তুমি আশেপাশে ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে সেখানে ছিলেন রোহন ভট্টাচার্য। অন্যদিকে জিতুকে শেষ পদাতিক ছবিতে দেখা গিয়েছে।