মহালয়ার পূণ্য প্রভাতে দেবী দুর্গা হয়ে জি বাংলার পর্দায় ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের নায়িকারাও থাকবেন। কিন্তু তাঁদের কাকে কোন চরিত্রে দেখা যাবে সেটাই এদিন প্রকাশ্যে এল। অঙ্কিতা মল্লিক ওরফে জগদ্ধাত্রী, কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মধুবনী ধরা দিল কোন রূপে?
আরও পড়ুন: 'নিজের থুতু নিজেই চাটছে', ক্ষমা চেয়েও 'চিড়ে ভিজল' না! কাঞ্চনকে তুলোধোনা ঋত্বিক - অনির্বাণের
আরও পড়ুন: 'বলবি অশৌচ...' 'বোন' -এর মৃত্যুর প্রতিবাদ, এবার পুজোয় চাঁদা না দেওয়ার ঘোষণা শ্রুতির
জি বাংলার নবরূপে দেবী দুর্গা
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই প্রভাতী অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে এনে লেখা হয়, 'মহালয়ার পুণ্য প্রভাতে, মহামায়ার নয় রূপের গাথা। মহিষাসুরমর্দিনীর ভূমিকায় শুভশ্রী।দেখুন নবরূপে দেবী দুর্গা।'
আরও পড়ুন: 'মুম্বই করে বলে এখানেও করতে হবে?' টলিউডের বিরুদ্ধে 'অভিমান' প্রকাশ কুণালের, জবাবে কী বললেন পরমব্রত?
আর এই প্রোমোতেই দেখা যায় 'সন্তানদের রক্ষার্থে' অসুর নিধনে ব্রতী হয়েছেন দেবী দুর্গা। লাল বেনারসি পরে রণক্ষেত্রে নামেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর অংশ হিসেবে তৈরি হয় দেবীর আরও ৯টি রূপ। সেখানেই ৩ টে রূপে দেখা এই চ্যানেলের ৩ নায়িকাকে।
তারকাসুর বধ করার জন্য দেবী শৈলপুত্রী হিসেবে এক খুদে অভিনেত্রীকে দেখা যায়। দেবী চন্দ্রঘণ্টা হয়ে ধরা দিলেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মধুবনী ওরফে মোহনা মাইতি। অন্যদিকে দেবী ব্রহ্মচারিণী হিসেবে দেখা মিলল জগদ্ধাত্রী ধারাবাহিকের জ্যাস সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিকের। এই প্রভাতী অনুষ্ঠান মহালয়ার দিন সকাল ৫টা থেকে দেখা যাবে।
স্টার জলসায় এবার দেবী দুর্গা হয়ে ধরা দেবেন কোয়েল মল্লিক। সঙ্গে থাকবেন সন্দীপ্তা সেন, মধুমিতা সরকার, সোনামণি সাহা, প্রমুখ।