এবারের মহানায়ক সম্মান যাঁরা পেয়েছেন তাঁদের অন্যতম হলেন নচিকেতা চক্রবর্তী। কিন্তু তাঁকে এই পুরস্কার দেওয়ায় অনেকেই কটাক্ষ করেছেন। মুচকি হেসে ট্রোল করতে ছাড়েননি খোদ টলিউডের শিল্পীরা। এবার এই বিষয়ে কী বললেন নচিকেতা চক্রবর্তী?
আরও পড়ুন: 'ও অ্যাক্টর, তুমি কত শত ছল করে...' নচিকেতাকে মহানায়ক সম্মান! কটাক্ষ করে কী লিখলেন ঋত্বিক - কিঞ্জল?
আরও পড়ুন: 'আমিও অভিনয় করেছি তাই...' ট্রোল্ড হতেই পুরস্কার নিয়ে সটান জবাব 'মহানায়ক' নচিকেতার!
কী জানালেন নচিকেতা?
নচিকেতা চক্রবর্তী বরাবরই নিজেকে ট্রেন্ড সেটার হিসেবে দাবি করে থাকেন। আর সেই কথা যেন আবারও প্রমাণিত হল তাঁকে মহানায়ক সম্মান দেওয়ার পর। কিন্তু যেভাবে গোটা বিষয়টা নিয়ে কটাক্ষ এবং ট্রোলের বন্যা চলছে তাতে বিরক্ত গায়ক। তিনি নিন্দুকদের অশিক্ষিত বলেও এদিন দেগে দিলেন। একই সঙ্গে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন, ‘মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের জন্য দেওয়া পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। আমার গোটা জীবনের কাজের জন্য মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’ তাঁর আরও প্রশ্ন, 'কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? তাঁদের বুঝতে হবে, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে? মহানায়ক একটা ব্র্যান্ড।'
তিনি আরও বলেন, 'ধরে নিন না, আমায় দিয়েই শুরু হল মহানায়ক সম্মান অভিনয়ের বাইরের শিল্পীদের দেওয়া। এরপরে অন্যান্য সঙ্গীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন। আর অভিনয়ের বাইরেই বা বলি কি করে? গানে অভিনয় নেই? আমার ভাল লাগছে, এটা একটা ট্রেন্ড তৈরি হল।'
এবারের মহানায়ক সম্মান প্রসঙ্গে
উত্তম কুমারের মৃত্যু দিবসে এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এই পুরস্কার পেয়েছেন।