বাংলা নিউজ > বায়োস্কোপ > Nachiketa-RG Kar: ‘বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে…’, RG Kar প্রতিবাদ নিয়ে জবাব নচিকেতার

Nachiketa-RG Kar: ‘বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে…’, RG Kar প্রতিবাদ নিয়ে জবাব নচিকেতার

আর জি করের প্রতিবাদে রাস্তায় নামা নিয়ে যা বললেন নচিকেতা চক্রবর্তী।

গত ১৪ অগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন নচিকেতা চক্রবর্তী। তবে বাঙালি চায়, তিনি পথে নামুন। আর তা না করাতেই, হচ্ছে কটাক্ষ। যা নিয়ে স্পষ্ট জবাব গায়কের। 

আরজি করের ঘটনার পর যখন এক মহিলার বিচার চেয়ে রাস্তায় নেমেছে গোটা বাংলা তথা দেশ, সেখানে অনেক তারকাই শিকার হয়েছেন ট্রোলের। তা সে অপর্ণা সেন আর ঋতুপর্ণাদের বিরুদ্ধে ওঠা ‘গো ব্যাক’ স্লোগান হোক, কিংবা অনলাইনে অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের নিয়ে ট্রোলিং।

একইভাবে নেটিজেনদের প্রবল আক্রমণে গায়ক নচিকেতা চক্রবর্তীও। তাঁর বিরুদ্ধে ‘চটিচাটা’ কটাক্ষ উঠেছে। এমন নয় তিনি পুরোপরি চুপ। গত ১৪ অগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন নচিকেতা। তবে তাতে বাঙালির মন শান্ত হয়নি। 

আরও পড়ুন: ‘শুধু জাতীয় সংগীত নয়, জাতীয় কবিও বদলান উচিত, নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন…’, কটাক্ষ বাংলাদেশের ইনফ্লুয়েন্সারের

এরপর সারেগামাাপ-র একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন গায়ক। সেখানে আনন্দবাজারকে তিনি বলেন, ‘এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাঁদের দল তৈরি করে। আমার সেরকম কোনও দল নেই। আমি একদম একা। আমি কেন বোকার মতো নেমে পড়ব, যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে।’

আরও পড়ুন: রাত ১টায় উল্টোডাঙায় প্ল্যাকার্ড হাতে একা মেয়ে! অপরাজিতা লিখলেন, ‘সম্পূর্ণ একলা…’

‘আমি যেই রাস্তায় হাঁটতে যাব, বলবে ও তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয়। আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটব। সেটা তো কেউ ভাবছে না। এই লোকগুলো আসলে অসুস্থ, এই লোকগুলোর ট্রিটমেন্ট দরকার। যারা এই কাজগুলো করছে। আমি মানবতার বিকৃতের বিরুদ্ধে হাঁটতে পারি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, মধ্য সরকার, এদের বিরুদ্ধে হেঁটে কোনও লাভ হবে না আমার।’, আরও বলেছেন গায়ক।

আরও পড়ুন: দীপ্সিতার দাদা শোভন ‘বাংলাদেশের বিএনপি-জামাত স্টাইলে বিদ্রোহ’ চায় পশ্চিমবঙ্গে, বিস্ফোরক দাবি TMCP নেতার

এই সাক্ষাৎকারেরই একাংশে নচিকেতা দাবি করেছেন, ‘প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম। কিন্তু এখন দেখছি কারুর পক্ষ না নিয়ে প্রতিবাদ করলে ট্রোলিং শুরু হবে’। বলে রাখা ভালো, অতীতে অবশ্য সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় বামফ্রন্ট সরকারের বিরোধিতা করে, বিরোধী দলনেত্রী মমতার সমর্থনে পথে নেমেছিলেন নচিকেতা। তবে এখন দিলেন বয়সের যুক্তি। তিনি বলেন, ‘এত বছরে রাস্তায় নেমে আমার সারা শরীরে ধুলো জমে গিয়েছে। এখন বয়স হয়েছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.