বাংলা নিউজ > বায়োস্কোপ > Nachiketa Chakraborty: টাকা নিয়েও গান গাইতে এলেন না নচিকেতা, বাতিল হল শো, কী বক্তব্য গায়কের?

Nachiketa Chakraborty: টাকা নিয়েও গান গাইতে এলেন না নচিকেতা, বাতিল হল শো, কী বক্তব্য গায়কের?

কেন টিকিট বিক্রির পরেও গান গাইতে এলেন না নচিকেতা বরানগরে?

নচিকেতা চক্রবর্তীর শো দেখতে এসে হতাশ হয়েই ফিরতে হল বরানগরের দর্শকদের। রবিবার বিকেলে এই নিয়ে হয় প্রবল ঝামেলাও। মুখ খুললেন গায়ক। 

দিনকয়েক আগেই স্টেজ শো করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে অভিনেত্রী রুকমা রায়কে। অভিনেত্রী জানিয়েছিলেন মাচা করার সময় সেলফি তোলার ‘অপরাধে’ তাঁকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। আয়োজকরা অবশ্য রুকমার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দেরি করে শো-তে আসার। যা নিয়ে কম জলঘোলা হয়নি গত কয়েকদিন ধরে।

এবার অভিযোগ উঠল নচিকেতার নামে ‘টাকা নিয়েও শো না করার’। রাজশ্রী থেকে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম থেকে ও ডাক্তার, নচিকেতার গান শুনতে এখনও ভিড় জমান হাজার হাজার মানুষ। নচিকেতার অনুষ্ঠান মানেই কিন্তু হাউজফুল। নচিকেতার নাম করে বরানগর পুরসভার অন্তর্গত রবীন্দ্র ভবন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে রীতিমতো টিকিট বিক্রি করা হয়। ৪০০-৫০০ টাকা দিয়ে মানুষ টিকিট কিনছিল। বলা হয়েছিল আসবেন নচিকেতা। এদিকে রবিবার সন্ধ্যাবেলা অনুষ্ঠান দেখতে এসে দর্শকরা জানতে পারে নচিকেতা এই অনুষ্ঠানে গান করতে আসছে না। শুরু হয় বিক্ষোভ।

বরানগর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবন হলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন জনগন। অবস্থা এমন হয় যে বরানগর ও বেলঘড়িয়া থানা থেকে প্রচুর সংখ্যায় পুলিস মোতায়েন করা হয়। পুলিসের সঙ্গেও বচসায় জড়িয়ে পুড়েন দর্শকরা। সব মিলিয়ে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে।

অনুষ্ঠান বাতিল নিয়ে আয়োজক সংস্থার কর্মী ঐরিকা ভৌমিক সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের অনুষ্ঠানের মূল উদ্যোক্তার শরীর খারাপ। আমরা রিফান্ড দেওয়ার কথা বলেছি।’

নচিকেতার কী বক্তব্য?

বিষয়টি নিয়ে গায়ক নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন, কোনও অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগেই সেই অনুষ্ঠানের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা। এদিনের অনুষ্ঠানের ক্ষেত্রে তেমনটা হয়নি। গায়ক নিজেও অপেক্ষা করছিলেন। তবে আয়োজক সংস্থা কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।

এখন প্রশ্ন হল, কেন অনলাইন আর অফলাইনে টিকিট বিক্রি করেও অনুষ্ঠান হল না। কেন নচিকেতার মতো এত বড় মাপের শিল্পীকেও যথাযথ পারিশ্রমিক দেওয়া হল না? অনুষ্ঠান দেখতে আসা এক স্থানীয় অরিজিৎ চৌধুরী জানান, ‘এরপর কাকে বিশ্বাস করব বলুন তো? প্রায় দিন সাত আগে টিকিট কেটেছি। আমি নচিকেতার খুব বড় ভক্ত। আজ তো ওঁকেও অপমান করা হল। আমাদের সময় নষ্ট হল। টাকা ফেরত দিলেই কি এই ক্ষতি পূরণ হবে?’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন