সম্প্রচার অনুষ্ঠান থেকে সরাসরি বাদ দেওয়া হলো নচিকেতার বক্তব্য থেকে তাঁকে সম্মান প্রদানের সম্পূর্ণ অংশ। কারণএখনও পর্যন্ত অজানা। গোটা ঘটনায় যারপরনাই বিস্মিত ও অপমানিত নচিকেতা। আসুন, শুরু থেকেই জানা যাক গোটা বিষয়টা। কিছুদিন আগে অনুষ্ঠিত হয় ' মির্চি বাংলা মিউজিক অ্যাওয়ার্ডস ' এবং সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিতহয় ওই অনুষ্ঠান।এই শোয়ে নচিকেতাকে 'Life Time Achievement Award'অর্থাৎ জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়।তবে টিভিতে সম্প্রচারের সময় নচিকেতার পর্বের সামান্য অংশও দেখানো হয়নি।
এই ঘটনার ব্যাপারে নচিকেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে তাঁকে পুরস্কার দেবে বলে আমন্ত্রণ জানিয়েছিলেন অনুষ্ঠান কর্তৃপক্ষ। তবে কী পুরস্কার সেটা এই প্রখ্যাত শিল্পীর জানা ছিল না। শোয়ে অ্যাওয়ার্ড নেওয়ার সময় তিনি জানতে পারেন যে তাঁকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হচ্ছে। এরপর মঞ্চে উঠে নচিকেতা বলেন যে এই পুরস্কার পেয়ে তাঁর ভালো লাগলেও তিনি তা নিতে অপারগ। কারণে তাঁর মতে ,লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে কোথাও অবসরের গন্ধ লেগে থাকে।কিন্তু তিনি যেহেতু এখনও পুরোদমে কাজ করে যাচ্ছেন,অবসর নেননি তাই এই পুরস্কার আপাতত তিনি গ্রহণ করছেন না। বরংগচ্ছিত রেখে যাচ্ছেন।যেদিন অবসর নেবেন সেদিন এই পুরস্কার তিনি নিয়ে যাবেন। নচিকেতার কথায়,' আমি দিব্যি কাজ করে যাচ্ছি, আমায় রিটায়ার করিয়ে কার লাভ সেটাই বুঝিনি আমি। যাই হোক, আমি মঞ্চ থেকেনেমে যাওয়ার পরেও আমার বক্তব্যের প্রতি সামান্য সম্মানও জানানো হয়নি। স্তম্ভিত হয়ে গেছিলেন দর্শকরাও।' এখানেই না থেমে তিনি আরও বলেন যে যে অনুষ্ঠানের টি আর পি সবথেকে বাড়তে পারত, সেই অংশটুকুই পুরো উড়িয়ে দিলেন ওনারা। শিল্পীর জবানে,' আমায় ডিলিট করে দিল গোটা অনুষ্ঠান থেকেই। আমি অপমানিত!'
স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসামাত্রই নিন্দার ঝড় উঠেছে দর্শক মহলে। অন্যদিকে,চুপ করে নেই নচি-ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করে অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছে কৈফিয়ৎ চাওয়ার পাশাপাশি সেই মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন তাঁরা। সঙ্গে লেখেন,' সত্যি সামনে আসবেই। কারণ ব্যক্তিটির নাম নচিকেতা চক্রবর্তী! আপনারা না দেখালেও কোনও কিছু যায় আসে না।'