অবশেষে মুক্তি পেতে চলেছে ইব্রাহিম আলি খানের প্রথম সিনেমা ‘নাদানিয়া’। ইতিমধ্যেই সিনেমার প্রথম গান Youtube এ প্রকাশ হয়েছে। তবে এবার সিনেমাটি ঘিরে একটি নতুন খবর প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ইব্রাহিম এবং খুশির অনস্ক্রিন বাবা-মায়ের ছবি।
গত মঙ্গলবার ধর্মাটিক এন্টারটেইনমেন্ট কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এই ছবিগুলিতে ইব্রাহিম এবং খুশির অনস্ক্রিন বাবা-মায়ের ছবি সবার সামনে এসেছে যা দেখে ভীষণ খুশি হয়েছেন ভক্তরা। জানেন কারা অভিনয় করতে চলেছেন এই সিনেমায়?
ইব্রাহিমের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা এবং যুগল হংসরাজ। ছবিতে ইব্রাহিমের দুই পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দিয়া এবং যুগলকে। বোঝাই যাচ্ছে, ইব্রাহিমের সঙ্গে বেশ ভালই কেমিস্ট্রি তৈরি হয়েছে এই সিনিয়র অভিনেতা অভিনেত্রীর।
ছবিতেই আরও দেখা গেছে, খুশি কাপুরের বাবা মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুনীল শেট্টি এবং মহিমা চৌধুরী। খুশির পাশে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় দুজনকে। বহুদিন পরে সুনীল এবং মহিমা একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ব্যাপারটা অবশ্যই নস্টালজিক।
নাদানিয়া একজন ধনী ঘরের মেয়ে এবং মধ্যবিত্ত ছেলের প্রেমের গল্প নিয়ে তৈরি হওয়া সিনেমা। সিনেমায় ইব্রাহিমকে নকল প্রেমিক সাজায় খুশি। পরে যদিও তাঁদের মধ্যে সত্যিকারের প্রেম শুরু হয়ে যায়। ব্যাপারটা হঠাৎ করেই জটিল হয়ে যায়। এই জটিলতা কীভাবে সামলাবেন খুশি এবং ইব্রাহিম, সেটাই দেখা যাবে সিনেমায়।
ধর্মাতিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র। এই সিনেমাটি ইব্রাহিমের প্রথম সিনেমা হলেও খুশির এটি তৃতীয় সিনেমা। ২০২৩ সালে ‘দ্যা আর্চিস’ সিনেমার হাত ধরে খুশি বলিউডে আত্মপ্রকাশ করেন। চলতি বছরে ৭ ফেব্রুয়ারি খুশির দ্বিতীয় সিনেমা ‘লাভিয়াপ্পা’ মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: 'আমি ব্যাকডেটেড..', নিজের বিয়ে প্রসঙ্গে কেন এমন কথা বললেন প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুন: শাহরুখের ছেলের হাসিতে কুপোকাত নেটপাড়া! মুগ্ধ আরিয়ানের অভিনয়ে, বলছে, ‘পরিচালনা নয়, সিনেমায়…’
প্রসঙ্গত, গত মাসে সইফ আলি খান গুরুতরভাবে যখন হওয়ায় সিনেমার সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন ইব্রাহিম। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সইফ বাড়ি ফিরে আসার পর ইব্রাহিমও ফিরে আসেন কাজে।