বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kashmir Files row: ‘আঘাত করতে চাইনি’, কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন নাদাভ লাপিড

The Kashmir Files row: ‘আঘাত করতে চাইনি’, কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন নাদাভ লাপিড

ক্ষমা চাইলেন নাদাভ লাপিড।

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ‘ভালগার প্রোপাগন্ডা’ বলেছিলেন ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ লাপিড। এবার চাইলেন ক্ষমা। 

অবশেষে ক্ষমা চাইলেন ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ লাপিড, যিনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার জুরি হেডও। ‘দ্য কাশ্মীর ফাইলস’কে ‘ভালগার প্রোপাগন্ডা’ বলে খবরে এসেছিলেন তিনি। খবর অনুসারে, বিতর্কিত মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন। জানিয়েছেন, ‘কোনও মানুষ বা তাঁর আত্মীয়দের আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।’

২২ নভেম্বর কাশ্মীর ফাইলস নিয়ে গোয়ায় IFFI-র এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নাদাভ। আর তা নিয়ে সিনেমার লেখক-পরিচালক বিবেক অগ্নিহোত্রি, অভিনেতা অনুপম খের, পল্লবী জোশিরা এই নিয়ে ইতিমঝধ্যেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

CNN-News18-এর সঙ্গে কথার সময় নাদাভ লাপিড বলেন, ‘আমি কাউকে অপমান করতে চাই না, না আমার উদ্দেশ্য ছিল কোনও মানুষ বা তাঁর আত্মীয়দের আঘাত করা, যারা কষ্ট ভোগ করেছে। আমি ক্ষমা চাইতে যাই যদি তাঁদের কাছে এভাবে কোনও তথ্য পৌঁছে থাকে।’ নাদাল আরও জানান, সমস্ত জুরির হয়ে কথা বলেছিলেন তিনি সেদিন, সবার ভাবনাই তুলে ধরেছিলেন নিজের কথায়। 

IFFI-র সমাপ্তি অনুষ্ঠানে ঠিক কী বলেছিলেন লাপিড?

ইজরায়েলি পরিচালক নিজের বক্তব্য বলেছিলেন, ‘এই উৎসবে আমরা সাতটি ছবি দেখেছি ডেবিউ কম্পিটিশনে, এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগের জন্য ১৫টি ছবি দেখেছি- যে বিভাগ এই ফেস্টিভ্যালের মূল আকর্ষন। ১৫টির মধ্য়ে ১৪টি ছবির মধ্যে সিনেম্যাটিক কোয়ালিটি ছিল, ত্রুটিও ছিল এবং সেই নিয়ে একটা গঠনমূলক আলোচনাও হয়েছে’। এরপরই তিনি বিবেক অগ্নিহোত্রির কাশ্মীরি ইস্যুর উপর তৈরি সিনেমা নিয়ে জোর গলায় বলে ওঠেন, ‘আমরা প্রত্যেকে খুব অস্বস্তিবোধ করেছি, হতবাক হয়েছি ১৫ নম্বর ছবি কাশ্মীর ফাইলস দেখে। সকলের কাছেই এটা একটা অশ্লীল প্রোপাগান্ডা ছবি বলে বিবেচ্য হয়েছে…. . আমি প্রকাশ্যেই নিজের অনুভূতি ভাগ করে নিতে স্বচ্ছন্দ, আর আমার মনে হয় এই সমালোচনামূলক আলোচনাকে গ্রহণ করাই এই চলচ্চিত্র উৎসবের আসল স্পিরিট'।

 

 

বন্ধ করুন