আজ থেকে প্রায় ৩১ বছর আগে দিব্যা ভারতী পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন, কিন্তু অভিনেত্রীর প্রতি মানুষের ভালবাসা এতটাই গভীর, যে এখনও তাঁকে স্মরণ করা হয়।গত ২৫ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন।কিছুদিন আগেই দিব্যাকে স্মরণ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। এবার অভিনেত্রীকে স্মরণ করতে দেখা গেল নাদিম-শ্রাবণ জুটির অন্যতম সঙ্গীত পরিচালক নাদিম সইফি। দিব্যা ভারতীর 'দিওয়ানা', 'দিল কা কেয়া কসুর', 'রং'-এর মতো ছবির সুর করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি।
আরও পড়ুন: বহু বছর পর বড় পর্দায় ফের প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটি! কোন ছবিতে দেখা যাবে তাঁদের?
আরও পড়ুন: ফেলুদার সমস্ত 'খামতি-বিচ্যুতি' সৃজিতের নয়, বরং টোটার! হঠাৎ কেন এমন দাবি করলেন অভিনেতা?
দিব্যাকে স্মরণ করে রেডিও নাশাকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নাদিম বলেন, ‘ওহ মাই গড, দিব্যা একজন খুব প্রতিভাবান নায়িকা ছিলেন। দিব্যা ভারতী ছিলেন একজন প্রতিভাবান নায়িকা। ওঁর মধ্যে একটা উন্মাদনা ছিল, এমন কিছু ছিল যা আর কারও মধ্যে ছিল না’। উল্লেখ্য, নাদিম শাহরুখ খানের 'দিওয়ানা' ছবির টাইটেল সং গেয়েছিলেন, যেখানে অভিনয় করেছিলেন দিব্যা।
দিব্যা ভারতী মাত্র আড়াই বছরের বলিউড কেরিয়ারে সে সময়ের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেন তিনি। গোবিন্দার সঙ্গে 'শোলা অউর শবনম', শাহরুখ খানের সঙ্গে 'দিওয়ানা', সানি দেওলের সঙ্গে 'বিশ্বামা', 'রং', 'দিল আশনা হ্যায়', 'দিল কেয়া কসুর'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি।ব্যাক্তিগত জীবনে তিনি চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেছিলেন। কিন্তু আচমকাই একদিন নিজের বাড়ির জানালা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় অভিনেত্রীর।
আরও পড়ুন: ৫ মাসের অন্তঃসত্ত্বা, একই অনুষ্ঠানে অনুপম-পিয়া! 'আমার বৌ…', কী বললেন হবু বাবা পরমব্রত
দিব্যা ৯০ দশকের একজন উঠতি তারকা ছিলেন। অল্প সময়েই বলিউডে নিজের পরিচয় তৈরি করে নিয়েছিলেন তিনি। মৃত্যুর আগেও বহু ছবির শ্যুটিং নিয়ে ব্যাস্ত ছিলেন তিনি। বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন দিব্যা, যে ছবিতে পরে কাজ করতে দেখা যায় শ্রীদেবী, মমতা কুলকার্নির মতো অভিনেত্রীদের।