২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘গালি বয়’ সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। র্যাপারের চরিত্রে অভিনয় করে রীতিমতো জনপ্রিয় হয়েছিলেন রণবীর। তবে এটা কি সত্যি করে বায়োপিক ছিল? র্যাপার নায়েজি বা র্যাপার ডিভাইানের জীবন নিয়ে তৈরি করা হয়েছিল এই গল্প? কী বললেন র্যাপার নায়েজি ?
সম্প্রতি Mashable India - এর সঙ্গে একটি সাক্ষাৎকারে নায়েজি বলেন, এই সিনেমাটির গল্প বিশুদ্ধ গল্প কাহিনী। এর মধ্যে কোনও রকম সত্যতা নেই। এই গল্পে যা দেখানো হয়েছে তা সবই তৈরি। বাস্তব থেকে অনেকটাই দূরে। ব্যক্তিগতভাবে আমি কিছুটা বিরক্ত হয়েছি এই সিনেমাটি দেখে কারণ এই সিনেমায় কোনও সত্য ঘটনা দেখানো হয়নি। তখন বুঝলাম এটি বলিউড। এটা গল্প কাহিনীর জগত।
আরও পড়ুন: কেরিয়ার বাদ দিয়ে সংসার সামলেছে, মীরার প্রশংসায় পঞ্চমুখ শাহিদ কাপুর
আরও পড়ুন: বেদাঙ্গের সঙ্গে সম্পর্কে সিলমোহর খুশির? 'প্রেমের প্রস্তাব…' যা বললেন শ্রীদেবী-কন্যা
নায়েজি আরও বলেন, আমার জীবন যদি এখানে দেখানো হতো তাহলে ব্যাপারটা একেবারে অন্যরকম হতো। আমার বাবা কখনও দুটো বিয়ে করেনি, কিন্তু সিনেমায় তা দেখানো হয়েছে। আমি বুঝতে পারছি এটা কাল্পনিক তবে দর্শকরা মনে করবে এটা আমারই জীবন, যেটা একেবারেই পছন্দ নয় আমার।
গালি বয় সিনেমায় মুম্বইয়ের র্যাপারদের জীবনের প্রতি আলোকপাত করা হয়েছিল, যা মূলত ডিভাইন এবং নায়েজির জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল। তবে এটি কোনও বায়োপিক নয়। এটি শুধুমাত্র অনুপ্রাণিত একটি কল্পকাহিনী। একজন সংগীতশিল্পীর জীবনের যাত্রাকে দেখানো হয়েছিল এই সিনেমায়। সিনেমাটি বক্স দুর্দান্ত ব্যবসা করতে পারলেও এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করলেও সিনেমাটির গল্প যে পুরোপুরি বাস্তব সম্মত নয় তা বারবার মনে করিয়ে দিয়েছেন র্যাপার নায়েজি।
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করেছেন জোয়া আখতার। সিনেমাটি প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। এই সিনেমার হাত ধরে সিদ্ধান্ত চতুর্বেদী বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। সিনেমায় রণবীর এবং আলিয়া ছাড়া অভিনয় করেছিলেন বিজয় রাজ, বিজয় ভার্মা, কল্কি কোয়েচলিন, শিবা চাড্ডা।