অভিনেতা দম্পতি নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালাকে বৃহস্পতিবার সকালে তিরুমালায় ভগবান বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। তাদের পরিদর্শনের ছবি এবং ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে, যেখানে এই জুটিকে ভিড়ের মধ্যে হাসিমুখে দেখা যায়। নাগা চৈতন্যকে শোভিতার হাত ধরে থাকতেও দেখা যায়।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিয়োতে চৈতন্যকে ঐতিহ্যবাহী পট্টু পঞ্চে (pattu pancha) মন্দিরে যেতে দেখা যায়, যেখানে শোভিতা পরেছিলেন লাল ও সোনালি শাড়ি। একটি ছবিতে দেখা যায়, মন্দির কর্তৃপক্ষ কর্তৃক তাদের উপহার দেওয়া ভগবান বালাজির একটি মূর্তির সঙ্গে এই জুটি হাসিমুখে পোজ দিচ্ছেন। ভিডিয়োতে চৈতন্য এবং শোভিতাকে দর্শনের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায়ও দেখা যায়।
সাংবাদিকরা তাঁদের জন্য মন্দির চত্বরের বাইরে অপেক্ষা করছিলেন এবং তাঁরা মন্দির থেকে বের হওয়ার সময় ছবি-ভিডিয়োর জন্য ঘিরে ধরেন। একটি ভিডিয়োতে দেখা যায়, চৈতন্য একজন পুলিশকর্মীর সহায়তায় ভিড় সামলে শোভিতার হাত ধরে এগিয়ে যাচ্ছেন। অভিনেতা দম্পতির ছবি তোলার জন্য চারপাশে লোকজনের ভিড় দেখা যায়।
ভক্তরা দক্ষিণের এই দম্পতির ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন এবং তাঁদের একসঙ্গে কতটা মিষ্টি দেখাচ্ছে সে বিষয়ে লিখেছেন। কেউ কেউ এমনকী তাদের আশীর্বাদ জানাতে ‘গোবিন্দা গোবিন্দা’ বলেও মন্তব্য করেছেন।
নাগা চৈতন্য এবং শোভিতার প্রেম
চৈতন্যর সঙ্গে শোভিতার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২২ সাল থেকে। সামান্থা রুথ প্রভুর সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের পর। অভিনেতারা তাদের সম্পর্ক গোপন রাখলেও, ভক্তরা তাঁদের একসঙ্গে ছুটি কাটানো ধরে ফেলেন। কারণ তাঁরা আলাদাভাবে একই স্থান থেকে ছবি পোস্ট করেছিলেন।
চৈতন্য এবং শোভিতা ২০২৪ সালের অগস্ট মাসে তাদের সম্পর্ক নিশ্চিত করেন, যখন তারা হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আংটি বদল করেন। তারা একই বছরের ডিসেম্বরে তাদের পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে পারিবারিক মালিকানাধীন অন্নপূর্ণা স্টুডিয়োতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
চৈতন্যকে সর্বশেষ চান্দু মন্ডেতির থান্ডেল-এ দেখা গিয়েছিল, আর শোভিতাকে জি ফাইভের ছবি লাভ, সিতারা-তে অভিনয় করতে দেখা গিয়েছে।