সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি। দ্বিতীয় বিয়েতে কেমন সেজেছিলেন অভিনেতা? কোন লুকেই বা দেখা গেল তাঁর নতুন ঘরণীকে?
আরও পড়ুন: ৫ বছর পর ফের কবীরের সঙ্গে জুটি বাঁধছেন সলমন? বজরঙ্গী ভাইজান - ভারতের পর আসছে কোন ছবি?
সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা
৪ নভেম্বর স্বামী স্ত্রী হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। পরিবার, আত্মীয় এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে এদিন তাহরা হায়দরাবাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিন রীতিনীতি মেনে বিয়ের পর প্রকাশ্যে এল তাঁদের বিয়ের প্রথম ছবি। তাঁদের একটি ফ্যান ক্লাবের তরফে এদিন তাঁদের বিয়ের ছবি পোস্ট করা হয়।
সেই ছবিতেই দেখা যাচ্ছে শোভিতা ধুলিপালা সোনালি রঙের সিল্কের শাড়ি পরে আছেন। হাতে মেহেন্দি করা। গা ভর্তি দক্ষিণী স্টাইলে গয়না। দক্ষিণী স্টাইলে ফুল দিয়ে বিনুনিও বাঁধতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে দ্বিতীয় বিয়েতে নাগা চৈতন্য পরেছিলেন ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি। গলায় ছিল লাল বর্ডার দেওয়া ওড়না। পুরোহিতদের তাঁদের পাশে বসে মন্ত্র পড়তে দেখা যাচ্ছে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা স্টুডিওতে এদিন তাঁরা সাতপাকে বাঁধা পড়লেন। এই স্টুডিওটি নাগা চৈতন্যর দাদু আক্কেনি নাগেশ্বর রাও তৈরি করেছিলেন। এদিন দাদুর স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা পঞ্চা পরেছিলেন। অন্যদিকে নায়িকার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তাঁর মা এবং ঠাকুমার।
বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ২০২২ সালে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা একে অন্যর প্রেমে পড়েন। খবরের শিরোনামে উঠে আসে তাঁদের সম্পর্কের কথা। যদিও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। কিন্তু চলতি বছরের অগস্ট মাসে বাগদান সেরে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তাঁরা। প্রসঙ্গত এর আগে নাগা চৈতন্য অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন।