অনেকেই বলেন মদ, তামাক, বিড়ি সিগারেট না খেতে। এমনকি সিনেমা দেখতে গেলেও তামাক না খাওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়। সিগারেটের প্যাকেটেও থাকে সতর্কীকরণ। কিন্তু সেসবকে এক প্রকার নস্যাৎ করে অন্য সুর শোনা গেল নাগা চৈতন্যের গলায়। কী বললেন সামান্থার প্রাক্তন স্বামী?
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
কী জানালেন নাগা চৈতন্য?
নাগা চৈতন্য সম্প্রতি একটি পডকাস্ট শোতে অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তিনি তাঁর ডায়েটের সিক্রেট এবং ফিট থাকার রহস্য নিয়ে কথা বললেন। চিনি বা মিষ্টি নিয়ে তাঁর কী মত সেই বিষয়েও কথা বলতে ছাড়লেন না। জানালেন মদ বা তামাকের থেকে বেশি ক্ষতিকারক হল চিনি। এটাই একাধিক রোগের কারণ। তাই তিনি অধিকাংশ সময়ই চিনি এড়িয়ে চলেন।
ভিকের সঙ্গে র টকস নামক এই পডকাস্ট শোতে এসে তিনি জানান তাঁর মতে চিনি মানবদেহের জন্য বিষের মতো। তাঁর কথায়, 'আমাদের শরীরের জন্য সবথেকে বড় ক্ষতিকারক, বিষের মতো কাজ করে এই চিনি। মদ তাও ভালো, তামাকও ভালো। সবকিছুই এটার থেকে ভালো।' এরপরই তাঁকে ব্যাখ্যা করতে শোনা যায় যে চিনি আসলে একাধিক রোগের কারণ।
নাগা চৈতন্য এদিন বলেন, 'দয়া করে এটাকে কোট বানাবেন না। আমি খালি বলছি। এটা নিয়ে রিল বানাবেন না। খালি তুলনা করে বলছি, আমি বিশ্বাস করি চিনি একাধিক সমস্যার কারণ, যেমন ক্যানসার, ডায়াবিটিস। আর সবাই জানে এই রোগগুলো কতটা প্রাণহানি ঘটায়। আমি তাই খুব সচেতন থাকি। খুব অল্প পরিমাণে চিনি খাই তাও যেদিন ডায়েটে ফাঁকি দিই সেই দিনগুলোয়।'
কিন্তু তিনি যে বিজ্ঞাপনগুলোয় কাজ করেন? ফ্রুটির বিজ্ঞাপনে দেখা গিয়েছে যে তাঁকে সেটা? এই বিষয়ে নাগা চৈতন্যের উত্তর, 'ওটা অভিনয়। আমি খালি চরিত্রে যেমন অভিনয় করি তেমনি। তার মানে এটা নয় যে আমি বাস্তবেও একই কাজ করি। এটা আমার কাজ। আর দুটোর মধ্যে ফারাক আছে।'
নিজে যেটা করেন না সেটার প্রচার করেন সে আইসক্রিম হোক বা পানীয়র বিজ্ঞাপন, এই বিষয়ে সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী বলেন, 'এতে তো ভুলের কিছু নেই যতক্ষণ না সেটা কাউকে আঘাত দিচ্ছে। লোকের চিনি বা মিষ্টি ভালো লাগতেই পারে। আমি যেটা বললাম ওটা আমার মত। আমি কিছুর প্রচার করছি না।'