২০১৭ সালে ঘটা করে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তীক্ততার মধ্যে দিয়ে ২০২১-এ সেই ভালোবাসার বিয়ে ভেঙে যায়। তবে সেসব এখন অতীত। নাগা চৈতন্যর জীবনে এখন বর্তমান শুধুই অভিনেত্রী শোভিতা ধুলিপালা। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নাগা-শোভিতা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রাক-বিবাহ অনুষ্ঠান। শুক্রবার সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শোভিতা ও নাগা চৈতন্যর গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো। সেখানে দক্ষিণী ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠতে দেখা যাচ্ছে শোভিতাকে।
শোভিতা ও চৈতন্যর গায়ে হলুদ
X (পূর্বে টুইটার)এ উঠে আসা গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিয়োতে শোভিতাকে ব্লাউজ ছাড়াই হলুদ ট্রাডিশনাল শাড়িতে দেখা যাচ্ছে। যেখানে শোভিতাকে পদ্মফুল আকৃতির বিশাল একটা গামলাতে বসে থাকতে দেখা যাচ্ছে। আত্মীয়রা তাঁর মাথার উপর থেকে পিতলের হাঁড়ি করে জল আর ফুল ঢেলে দিচ্ছেন। দক্ষিণী ভাষায় যাকে কিনা বলে ‘মঙ্গলস্নান’। এর আগে অবশ্য গায়ে হলুদের রীতিও পালিত হয়েছে। যেখানে নাগা ও শোভিতা দুজনেই প্রথা মেনে হলুদে মাখামাখি হয়েছেন। আর আত্মীয়রা তখন হবু দম্পতির দিকে ফুল ছুড়ে দিয়েছেন।
ভিডিয়ো ক্লিপে শোভিতা ও চৈতন্য পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে। সেসময় শোভিতাকে লাল কাঞ্জিভরম পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ, ঐতিহ্যবাহী গয়না। আর সাদা কুর্তা ও পাজামায় দেখা যায় চৈতন্যকে। দু'জনকেই হাসিখুশি দেখা গিয়েছে। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশ কিছু আচার পালন করতে চৈতন্য ও শোভিতাকে।
আরও পড়ুন-সদ্য মাকে হারিয়েছেন, ছেলে অঙ্কনকে পাশে নিয়েই শ্রাদ্ধানুষ্ঠান করলেন ঋতুপর্ণা
শোভিতার প্রাক-বিবাহ অনুষ্ঠান
সম্প্রতি শোভিতা ধুলিপালা ইনস্টাগ্রামে পাসুপু ডানচাদাম অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘গোধুমা রায়ি পাসুপু দানচাদম, আর এভাবেই এটা শুরু হল।’ সেই অনুষ্ঠানে শোভিতা সোনালি ও সবুজ পাড়ের শাড়ি পরেছিলেন। ছবিতে বাড়ির মহিলাদের তাঁকে ঘিরে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত পাসুপু ডানচাদাম একটি ঐতিহ্যবাহী তেলুগু প্রাক-বিবাহ অনুষ্ঠান যা বিবাহ উৎসবের সূচনা করে। পাসুপু অর্থ হলুদ এবং ডানচাদম মানে পেষণ। যা অনুবাদ করলে দাঁড়ায় 'গম, পাথর এবং হলুদ একসঙ্গে চূর্ণবিচূর্ণ করা। ছবিতে শোভিতাকে হলুদ কুচি করে গুরুজনদের আশীর্বাদ চাইতে দেখা যায়।
চৈতন্য ও শোভিতা
আগামী ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ওশোভিতা ধুলিপালা। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে বসতে তাঁদের বিয়ের আসর। প্রসঙ্গত, গত অগস্টে পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। প্রসঙ্গত দক্ষিণী তারকা নাগার্জুনা আক্কিনেনি-র ছেলে হলেন নাগা চৈতন্য।