কয়েকদিন আগেই নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালা-র সঙ্গে বাগদান সেরেছেন। কিন্তু এর মধ্যেই প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ফের নাগার নাম জড়িয়ে দানা বাঁধল বিতর্ক। নেপথ্যে রাজনীতি! সম্প্রতি তেলেঙ্গনার মন্ত্রী কোন্ডা সুরেখার মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। তিনি দাবি করেছেন তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের জন্যই নাকি বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। আর তাঁর এই মন্তব্যের জেরে ক্ষিপ্ত নাগা চৈতন্য। পাশপাশি সামান্থাও জানিয়েছেন তাঁর ব্যক্তিগত বিষয়কে যেন রাজনীতির ময়দানে না টেনে আনা হয়।
নায়কের বাবা নাগার্জুনও বেজায় চটেছেন কোন্ডা সুরেখার মন্তব্যে। তাঁরা রাজনীতিবিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মন্ত্রী কেটি রামা রাও-ও একটি আইনি নোটিস জারি করেছেন।
কেটি রামা রাও দাবি করেছেন, কোন্ডা সুরেখা যেন অবিলম্বে তাঁর এই মন্তব্য ফিরিয়ে নেন। আক্কিকেনি পরিবারও আইনি নোটিস প্রস্তুত করছে কোন্ডা সুরেখার বিরুদ্ধে। তবে কেবল তাঁরাই নন। তেলুগু ফিল্ম চেম্বারের পক্ষ থেকেও আইনি নোটিস জারি করা হয়েছে কোন্ডা সুরেখার মন্ত্যবের জেরে।
আরও পড়ুন: মুখ খুলে মমতাকে ‘অসম্মান’ করতে চান না, উৎসব-বিতর্কে তাই নীরবতা বজায় রাখলেন সোহম
এই প্রসঙ্গে নাগার্জুন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি এখন ভাইজ্যাগে রয়েছি। তবে দ্রুত হায়দরাবাদে ফিরছি। সেখানে ফিরেই যথাযথ ব্যবস্থা নেব। আমি আইনজীবীদের সঙ্গে নিয়ে শহরে ফিরছি। আইনি পদক্ষেপও করব। আমরা কোনও ভাবেই ছেড়ে দেব না। '
আরও পড়ুন: আরজি কর নির্যাতিতার প্রতীকী মূর্তি এরকম ‘ভয়াবহ’ কেন? জবাব কিঞ্জল নন্দের ডাক্তার স্ত্রীর
কী বলেছেন কোন্ডা সুরেখা?
কেটিআর অর্থাৎ কেটি রামা রাও নাকি নাগা চৈতন্য ও সামান্থার বিবাহবিচ্ছেদের নেপথ্যে রয়েছেন। সামান্থাকে কেটিআর-এর কাছে যাওয়ার জন্য নাকি নাগার্জুন বাধ্য করতেন রাজনৈতিক স্বার্থে জন্য। কিন্তু সামান্থা রাজি হননি শেষ পর্যন্ত। প্রতিদিনের এই চাপ সহ্য করতে না পেরেই নাকি সামান্থা বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন।
আরও পড়ুন: প্রেম ভাঙার পর করিনার বুদ্ধিতেই…! অনন্যা পাণ্ডে ফাঁস করলেন বেবোর দেওয়া টিপস
তাঁর এই বক্তব্য নিয়ে ব্যাপক ভাবে দানা বাঁধে বিতর্ক। তখন সামান্থাকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন তেলেঙ্গনার মন্ত্রী কোন্ডা সুরেখা। সেখানে বলেন, ‘আমি আপনার মতো নারীদের সম্মান করি যাঁরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন। আপনি বা আপনার ভক্তরা যদি আমার মন্তব্যে বিব্রত হয়ে থাকেন তবে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। অনুগ্রহ করে আমার কথার ভুল মানে বের করবেন না।’