বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা আক্রান্ত হয়ে ICU-তে নকুলের ১১ মাসের শিশুপুত্র! কোভিডের গ্রাসে গোটা পরিবার

করোনা আক্রান্ত হয়ে ICU-তে নকুলের ১১ মাসের শিশুপুত্র! কোভিডের গ্রাসে গোটা পরিবার

নকুল মেহতার পরিবারে করোনা আতঙ্ক

জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা লিখলেন নকুল মেহতার পত্নী, জানকি পারেখ। 

টেলিভিশন অভিনেতা নকুল মেহতার স্ত্রী তথা গায়িকা জানকি পারখের ইনস্টাগ্রাম পোস্ট দেখে চোখে জল নেটিজেনদের। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিল তাঁদের ১১ মাসের শিশুপু্ত্র, সুফি। সেই কঠিন সময়ের কথাই ইনস্টাগ্রামে তুলে ধরেছেন জানকি। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি ছিল তাঁদের দুধের শিশু। দু-সপ্তাহ আগেই নকুলের কোভিড পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। করোনার কবলে পড়েছেন জানকিও। অতিমারির জেরে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হল ‘বড় আচ্ছে লাগতে হ্যায়’ খ্যাত অভিনেতার পুরো পরিবারকেই। 

হাসপাতালে সুপারম্যানের পোশাকে ছেলের একগুচ্ছ ছবি পোস্ট করে সেই কঠিন সময়ের কথা বিস্তারিত লেখেন জানকি, যা পড়ে শিউরে উঠছেন সকলে। তিনি লেখেন, ‘আমরা জানতাম আজ নয়তো কাল করোনার শিকার হবই। ২ সপ্তাহ আগে আমার স্বামী নকুল করোনা আক্রান্ত হয়েছিলেন। তার পর আমার শরীরেও উপসর্গ দেখা দিতে শুরু করল। ভেবেছিলাম বোনের বিয়েতে যেতে পারব না, এর চেয়ে খারাপ আর কিছু কোভিড আমার সঙ্গে করতে পারবে না। তবে দুঃস্বপ্নেও ভাবিনি আগামী এরচেয়েও খারাপ কিছু ঘটবে, পরের কয়েকটা দিন আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল’। 

জানকি জানান ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয় সুফিকে। জানকির রিপোর্ট করোনা পজিটিভ আসবার পর সুফির মারাত্মক জ্বর আছে। কিছুতেই জ্বর কমছিল না। শরীরে ঠান্ডা জল দিয়ে স্পঞ্জ করে, ওষুধ দিয়ে- কোনও ফল হয়নি। এরপর জ্বর যখন ১০৪.২ ডিগ্রী পার করে যায় তখন ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন জানকি আর নকুল। পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে তড়িঘড়ি সুফিকে আইসিইউতে দেওয়া হয়। 

আবেগঘন মা লেখেন, ‘আমার একরত্তিকে ৩টে আইভিএস ফোটানো হয়েছে, কত রক্ত পরীক্ষা, আরটিপিসিআর হয়েছে, বোতল বোতল স্যালাইন চড়ানো হয়েছে, অ্যান্টিবডিজ, ইনজেকশন দেওয়া হয়েছে জ্বর কমানোর জন্য। আমি তো মাঝেমধ্যে ভাবছিলাম একটা এইটুকু মানব শরীর এতো শক্তি কোথায় পাচ্ছে এই সবের সঙ্গে মোকাবিলা করতে? তিন দিন পর অবশেষে জ্বর কমে সুফির’।

জানকি বাবা-মা'দের সচেতন করে বলেন ওমিক্রন প্রাপ্ত বয়স্কদের জন্য খুব বেশি কষ্টদায়ক না হলেও ছোটদের জন্য যা খুব ভয়ঙ্কর। তিনি বলেন, ‘ছোটদের ভ্যাকসিন নেই, ওরা মাস্কও পরতে পারে না। তাই ওদের জন্য অতিরিক্ত সচেতন থাকতে হবে’। বাবা-মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশেই জানকির এই পোস্ট। তিনি লেখেন, ‘একজন বাবা-মা’ও যদি এতে উপকৃত হন তাতেই আমার পোস্টের সাফল্য'। 

স্ত্রীর পোস্টের মন্তব্য বাক্সে নকুল মেহতা লেখেন, ‘চ্যাম্পিয়ান মেহতা’। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন নকুল ও জানকি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় সুফির। আগামী মাসে এক বছর পূর্ণ করবে সে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.