বাংলা নিউজ > বায়োস্কোপ > Namrata Shirodkar shares a old video: 'স্মৃতির সরণি বেয়ে' কোন কথা মনে করলেন নম্রতা? ইনস্টাগ্রামে ঝলক মিলল কোন স্মৃতির

Namrata Shirodkar shares a old video: 'স্মৃতির সরণি বেয়ে' কোন কথা মনে করলেন নম্রতা? ইনস্টাগ্রামে ঝলক মিলল কোন স্মৃতির

অতীতের কোন কথা মনে করলেন নম্রতা?

Namrata Shirodkar shares a old video of her: ইনস্টাগ্রামে একটি পুরনো ভিডিয়ো পোস্ট করলেন নম্রতা শিরোদকর। ১৯৯৩ সালে তিনি বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন নম্রতা শিরোদকর। ইনস্টাগ্রামে সেই সময়কার একটি ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী। দিদির এই পোস্টে কমেন্ট করে মতামত জানান শিল্পা শিরোদকর রণজিৎ। তাঁর বহু ভক্তরাও এই পোস্টে কমেন্ট করেন। অনেকেই তাঁকে সুন্দরী বলে অভিহিত করেন মন্তব্যে।

অভিনেত্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি সোনালী রঙের ব্যাকলেস ঝকঝকে পোশাক পরে থাকতে দেখা যায়। তাঁর সঙ্গে তিনি ম্যাচ করা কানের দুল পরেছিলেন সঙ্গে ছিল 'ইন্ডিয়া' লেখা একটা স্যাস। একটি শিশুর হাত ধরে আকর্ষণীয় ভঙ্গিতে হেঁটে আসেন। তাঁর একটি হাতে সাদা গোলাপ ধরা ছিল। তিনি সেই গোলাপটি শিশুটির হাতে দেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

এই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'সত্যি যেন স্মৃতির সরণি বেয়ে হেঁটে এলাম।' তিনি হ্যাশট্যাগে ‘টিবিটি’ ব্যবহার করেন। অভিনেত্রীর এই পোস্টে তাঁকে বোন শিল্পা শিরোদকর রণজিৎ কমেন্ট করেন। তিনি কয়েকটি লাল হৃদয়ের ইমোজি সহ লেখেন, তুমি আমাদের গর্বিত করেছ। অভিনেত্রী সিমরান চৌধুরী নম্রতার পোস্টে কমেন্ট করে লেখেন, 'রেডিয়েন্ট।' বিকল্প মেহতা লেখেন, 'খুব সুন্দর ম্যাডাম।'

এই পোস্টে কমেন্ট করে নম্রতার এক ভক্ত লেখেন, 'কী দারুণ গ্রেস! কী সুন্দর হাসি।' আরেক ব্যক্তি লেখেন, ' সত্যি ভালো ছিল দিনগুলো। আমার ছোটবেলার ক্রাশ।' আরেকজন এই পোস্ট দেখে স্মৃতিচারণ করে বলেন, 'আমি এই অনুষ্ঠান লাইভ দেখেছিলাম, সত্যি কী ভালো স্মৃতি।'

১৯৯৩ সালে নম্রতা ভারত সুন্দরীর খেতাব জিতেছিলেন। এরপর একই বছর তিনি বিশ্ব সুন্দরীর মঞ্চেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। কিন্তু ষষ্ঠ হয়ে তাঁর লড়াই থেমে যায়। এরপর তাঁকে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘কাচ্চে ধাগে’, ‘বাস্তব’, ‘পুকার’, ‘দিল ভিল পেয়ার ভেয়ার’, ইত্যাদি। ২০০৫ সালে তিনি মহেশ বাবুকে বিয়ে করেন। বিয়ের পর তিনি বিনোদন জগৎ ছেড়ে দেন। বর্তমানে তাঁদের দুটো সন্তান আছে।

বন্ধ করুন