ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে বিশেষ অতিথি হিসেবে আসতে চলেছেন নানা পটেকর। আর সেই পর্বের একটি ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। সেখানেই দেখা গেল বর্ষীয়ান অভিনেতা এবারের অন্যতম প্রতিযোগী মিশমি বসুকে খানিক ধমক দিচ্ছেন সংখ্যাতত্ত্বে বিশ্বাস করার জন্য।
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে?
এদিন সোনি চ্যানেলের তরফে ইন্ডিয়ান আইডল ১৫ এর আগামী একটি পর্বের ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এই পর্বের বিশেষ অতিথি নানা পটেকর বাকিদের থেকে মিশমির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ছেন 'সংখ্যাতত্ত্ব বিশ্বাস করো? তাহলে বলো তো এখানে কে এক নম্বর হবে?' শুনেই ভয়ে ভয়ে প্রতিযোগী জিজ্ঞেস করেন 'এক মানে কে প্রথম হবে?' জবাবে নানা পটেকর বলেন, 'হ্যাঁ, তাই তো বোঝায়। আচ্ছা বলো তো তোমার মতে আমার বয়স কত?' সেই প্রশ্ন শুনেও মুখ ফ্যাকাশে হয়ে যায় মিশমির। তখন নানা পটেকর তাঁকে বোঝান 'এসব সংখ্যাতত্ত্ব বাকওয়াস। গানটা মন দিয়ে গাও ওটাই আসল। ওটাই সঠিক।'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
এবারের ইন্ডিয়ান আইডল ১৫ তে বাঙালি প্রতিযোগীরা
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত প্রতিযোগী। তালিকায় রয়েছেন, শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৫-তে নিজের জায়গা পাকা করেছে।