বাংলা নিউজ > বায়োস্কোপ > Nana Patekar: কাটা ঠোঁট নিয়ে জন্মেছিল ও, সদ্যোজাত ছেলেকে দেখে ভেবেছিলাম…! ভাবুন, কী ভয়ঙ্কর মানুষ আমি: নানা

Nana Patekar: কাটা ঠোঁট নিয়ে জন্মেছিল ও, সদ্যোজাত ছেলেকে দেখে ভেবেছিলাম…! ভাবুন, কী ভয়ঙ্কর মানুষ আমি: নানা

নানা পাটেকর

‘আমার বড় ছেলে কাটা ঠোঁট, তালু ফাটা নিয়ে জন্ম নিয়েছিল। ওর এক চোখ দিয়ে দেখতেও অসুবিধা হত। তবে সেই ছেলের জন্মের পর আমি যখন ওকে প্রথমবার দেখলাম, তখন আমার মনে হয়েছিল, ‘এ-কেমন দেখতে! ভাবুন কী কুৎসিত মন আমার!'

বলিউডের দক্ষ ও অভিজ্ঞ অভিনেতা তিনি। আবার বিতর্কিত অভিনেতাও বটে। কখনও খলনায়ক, কখনও কমেডি সবেতেই তিনি পারফেক্ট। আবার তিনি ‘বদরাগী’ও বটে, এই বদনামও রয়েছে তাঁর। তবে কেন এত রেগে যান? এই রাগের কি অন্য কোনও কারণ রয়েছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়েই খোলামেলা কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। 

সাক্ষাৎকারে নানা উল্লেখ করেছেন যে তিনি হয়ত এই মেজাজ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। আবার এমনও হতে পারে যে মায়ের থেকে অবহেলা পেয়েই হয়ত তিনি এত বদমেজাজী হয়ে উঠেছিলেন। নানার কথায়, তাঁর মা তাঁকে রোজ মারধর করতেন, অথচ সেকারণে তাঁর কখনও অনুশোচনা ছিল না। এমনকি যখন মায়ের বড় ছেলে (নানার দাদা) একটা বিল্ডিং থেকে পড়ে কৈশোরেই মারা যায়, তখনও মায়ের কোনও অনুভূতি দেখি নি।'

এখানেই শেষ নয়, মাত্র ২ বছর বয়সেই নিজের সন্তানকে হারিয়েছিলেন নানা পাটেকর। একাধিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছিল নানার সেই ছেলে। তবে এক্ষেত্রে নানা নিজের মানসিকতাকে একজন কুৎসিত বাবা হওয়ার তকমা দিয়েছেন। নানার কথায়, ‘আমার বড় ছেলে কাটা ঠোঁট, তালু ফাটা নিয়ে জন্ম নিয়েছিল। ওর এক চোখ দিয়ে দেখতেও অসুবিধা হত। তবে সেই ছেলের জন্মের পর আমি যখন ওকে প্রথমবার দেখলাম, তখন আমার মনে হয়েছিল, ‘এ-কেমন দেখতে! লোকজন একে দেখে আমায় কী বলবে! ভাবুন তাহলে আমি কী ভয়ংকর মানুষ। লোকে কী বলবে, আমার মাথায় সেই চিন্তাই প্রথম মাথায় এসেছিল।’

নানা পাটেকরের জানান, তাঁর ছেলের নাম 'ক্রুদ্ধ ঋষি', দুর্বাসা মুনির নামে রাখা হয়েছিল। নানার কথায়, ‘ও যখন মারা গেল তখন ওর বয়স আড়াই বছর। ও মৃত্যু তাঁকে অনেক কিছু শিখিয়েছিল। তবে আমি কাঁদি না, এক ফোঁটাও চোখের জল ফেলিনি,  তবে আমার কষ্টটা কাউকে বুঝতে দিইনি। সেই দুঃখ ভুলতে ধূমপানে আসক্ত হয়ে পড়ি। দিনে ৬০টা  সিগারেটের প্রয়োজন হত, এমকি স্নানের সময়েও সিগারেট খেতাম। তবে আমি কখনও মদ খাইনি। কারণ মনে হত দুর্গন্ধের কারণে আমার গাড়িতে কেউ বসবে না। ’ 

নানা বলেন, বছরের পর বছর একসঙ্গে না থাকা সত্তেও তিনি তাঁর বৃদ্ধ মায়ের জীবনযাপন যত্ন নিয়েছেন। নানার কথায়, তিনি অতীতের সব খারাপ অভ্যাসই ত্যাগ করেছেন।

বায়োস্কোপ খবর

Latest News

গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে ২০০৮ সালেই রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.