বাংলা নিউজ > বায়োস্কোপ > Nandini Didi: ‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা?

Nandini Didi: ‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা?

ভাইরাল নন্দিনীদিদি

নন্দিনীদিদিকে তাঁর নিজের হোটেলে বসেই খেতে খেতে বলতে শোনা যচ্ছে। ‘চিটিংবাজ আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই।'

ডালহৌসিতে অফিসপাড়ায় ভাতের হোটেল চালানো নন্দিনী দিদিকে কে না চেনেন! সোশ্যাল মিডিয়ার দৌলতে 'নন্দিনী দিদি' হয়েছেন 'ভাইরাল দিদি'। নেট দুনিয়ার সেনসেশন তিনি, সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ প্রভাবশালীও বটে। একটা নয়, বর্তমানে দু-দুটো পাইস হোটেল চালান নন্দিনী দিদি। তবে আবার বিভিন্ন সময় নন্দিনী দিদি-র ভাতের হোটেলের খাবারের দাম নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে সম্প্রতি খাবারের দাম নিয়েই নন্দিনী দিদির সাফ কথা, ‘আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই।’ 

Trends In Bengal- নামে এক ফেসবুকের পাতায় উঠে এসেছে নন্দিনী গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। যেখানে তাঁকে তাঁর নিজের হোটেলে বসেই খেতে খেতে বলতে শোনা যচ্ছে। ‘চিটিংবাজ আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। আমি ব্যবসায়ী, চিটিংবাজ নই।' এরপরই নিজের পাইস হোটেলের ভাতের থালি দেখিয়ে নন্দিনী বলেন, 'এই থালিটার মধ্যে করলাভাজা, ঝুরি আলুভাজা, বেগুনি, আলুভাজা বা আলু সিদ্ধ, পাঁপড়, চাটনি। কটা আইটেম হল? ১-২-৩-৪, এই ৪টে আইটেম সরিয়ে নিলে দাম হয়ে যাবে ৩০ টাকা। এতগুলো আইটেমে  ৫০টাকা দাম হবে না?’ এমন কথার পর ফের নিজের খাবারে মন দিতে দেখা যায় নন্দিনীদিদিকে। 

আরও পড়ুন-মা হওয়ার পর কেউ আর আমায় নায়িকা ভাবছেন না, শুধু বউদি-টাইপ চরিত্রের প্রস্তাব পাচ্ছি’, সরব রুবিনা দিলাইক

https://www.facebook.com/reel/1283832565929257

তবে এর আগেও নন্দিনীদিদির হোটেলে খাবারের দাম নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও কখনও এধরনের প্রশ্নে চটে যেতেও দেখা গিয়েছে নন্দিনীকে। আবার কখনও রাগ সামলে নিয়ে কথা বলছেন। কখনও আবার তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার ব্যবসা আমি করব… আমি কাউকে গিয়ে জিগ্গেস করছি এত কম দামে কেন বিক্রি করছে। যার খাওয়ার সে খাবে, যে পারবে না সে খাবে না।’

ভাইরাল নন্দিনী দিদির ডালহৌসির দোকান রবিবার বন্ধ থাকলেও নিউ টাউনের হোটলে সপ্তাহে সাত দিন খোলা আছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

প্রসঙ্গত, সম্প্রতি RG-কর কাণ্ডের পর ভাইরাল নন্দিনীদিদি-কে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারদের সঙ্গে পথে নেমে মিছিল করতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। গত ২২ অগস্ট, বৃহস্পতিবার পাটুলীতে সন্ধ্যেয় প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকেও অন্যান্যদের সঙ্গে মিলিয়ে ‘We Want Justice’ স্লোগান দিতে দেখা গিয়েছিল।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.