বাংলা নিউজ > বায়োস্কোপ > Dui Shalik: হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে?

Dui Shalik: হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে?

হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে?

Dui Shalik: নন্দিনী আর তিতিক্ষাকে দেখে এতদিন যমজ বোনই বলত অনুরাগীরা, আর এবার পর্দায় যমজ বোনের ভূমিকায় দুজনে। 

একই দিনে ডবল ধামাকা স্টার জলসার তরফে! রবিবার চ্যানেলের আসন্ন দুই মেগার প্রোমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, ক্রেজি আইডিয়াজের নতুন মেগা আসছে স্টার জলসায়। সেইমতোই ‘দুই শালিক’-এর ঝলক এল প্রকাশ্যে।

ইচ্ছেপুতুল-এর তিতিক্ষা দাস এবং রামকৃষ্ণা ধারাবাহিক খ্যাত নন্দিনী দত্তকে একইরকম দেখতে, একথা বহুবার বলেছে অনুরাগীরা। দুজনকে যমজ বোনও বলত অনেকে। আর এবার যমজ বোনের গল্পে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দুজনে। হ্যাঁ, নাড়ির টানে জড়িয়ে থাকা হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়েই স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন মেগা।

১০ সেকেন্ডের টিজারে দেখা গেল ক্যারাটে-তে ওস্তাদ নন্দিনী। ডাকাবুকো স্বভাবের সে, অন্যদিকে তিতিক্ষাকে এবারও দেখা যাবে গো-বেচারির ভূমিকায়। বড়লোকের বাড়িতে অত্যাচারের শিকার সে, জুতো পালিশ করতে গেলে রীতিমতো ঠেলে সরানো হয় তাঁকে। সেইসময়ই ত্রাতা হিসাবে হাজির নন্দিনী।

বোঝাই যাচ্ছে চিরাচরিত ফর্মুলা মেনেই এগোবে সিরিয়ালের কাহিনি। যেখানে ধনী-দরিদ্রের বিভেদ ফুটে উঠবে। কে হবে এই মেগার নায়ক? স্টুডিও পাড়ায় জল্পনা দুই শালিকের সঙ্গেই ছোটপর্দায় ফিরছেন 'তোমাদের রানি'র দুর্জয় অর্থাৎ অর্কপ্রভ। প্রোমোতে অবশ্য তাঁর ঝলক দেখা যায়নি। 

ফ্যানেরা উত্তেজিত এই প্রোমো দেখে। একজন নন্দিনীর পোস্টে লেখেন, ‘তোমাকে আর তিতিক্ষাদিকে পুরো একইরকম দেখতে। আমরা এতদিন কনফিউজড হয়ে যেতাম। দারুণ কাস্টিং’। অপর একজন লেখেন, ‘তোমরা সত্যি যমজ!’ 

দুই শালিকের পাশাপাশি এদিন সামনে এসেছে স্টার জলসার আসন্ন মেগা রাঙামতি তীরন্দাজের প্রোমোও। সেখানে লিড রোলে রয়েছেন নবাগতা মণীষা মন্ডল।

এই দুই মেগার আগমনে কোপ পড়বে জলসার কোন সিরিয়ালের উপর? সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টেলিপাড়ায় জোরচর্চা বন্ধ হতে পারে বঁধুয়া। রেজওয়ানের এই মেগা শুরুর পর থেকে একবারও স্লট দখল করতে পারেনি। ৮ মাস ধরে চ্যানেলের কাছ থেকে সুযোগ পেলেও টিআরপি তালিকায় নজর কাড়তে ব্যর্থ। তাই বন্ধ হতে পারে এই মেগা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.