একই দিনে ডবল ধামাকা স্টার জলসার তরফে! রবিবার চ্যানেলের আসন্ন দুই মেগার প্রোমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, ক্রেজি আইডিয়াজের নতুন মেগা আসছে স্টার জলসায়। সেইমতোই ‘দুই শালিক’-এর ঝলক এল প্রকাশ্যে।
ইচ্ছেপুতুল-এর তিতিক্ষা দাস এবং রামকৃষ্ণা ধারাবাহিক খ্যাত নন্দিনী দত্তকে একইরকম দেখতে, একথা বহুবার বলেছে অনুরাগীরা। দুজনকে যমজ বোনও বলত অনেকে। আর এবার যমজ বোনের গল্পে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দুজনে। হ্যাঁ, নাড়ির টানে জড়িয়ে থাকা হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়েই স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন মেগা।
১০ সেকেন্ডের টিজারে দেখা গেল ক্যারাটে-তে ওস্তাদ নন্দিনী। ডাকাবুকো স্বভাবের সে, অন্যদিকে তিতিক্ষাকে এবারও দেখা যাবে গো-বেচারির ভূমিকায়। বড়লোকের বাড়িতে অত্যাচারের শিকার সে, জুতো পালিশ করতে গেলে রীতিমতো ঠেলে সরানো হয় তাঁকে। সেইসময়ই ত্রাতা হিসাবে হাজির নন্দিনী।
বোঝাই যাচ্ছে চিরাচরিত ফর্মুলা মেনেই এগোবে সিরিয়ালের কাহিনি। যেখানে ধনী-দরিদ্রের বিভেদ ফুটে উঠবে। কে হবে এই মেগার নায়ক? স্টুডিও পাড়ায় জল্পনা দুই শালিকের সঙ্গেই ছোটপর্দায় ফিরছেন 'তোমাদের রানি'র দুর্জয় অর্থাৎ অর্কপ্রভ। প্রোমোতে অবশ্য তাঁর ঝলক দেখা যায়নি।
ফ্যানেরা উত্তেজিত এই প্রোমো দেখে। একজন নন্দিনীর পোস্টে লেখেন, ‘তোমাকে আর তিতিক্ষাদিকে পুরো একইরকম দেখতে। আমরা এতদিন কনফিউজড হয়ে যেতাম। দারুণ কাস্টিং’। অপর একজন লেখেন, ‘তোমরা সত্যি যমজ!’
দুই শালিকের পাশাপাশি এদিন সামনে এসেছে স্টার জলসার আসন্ন মেগা রাঙামতি তীরন্দাজের প্রোমোও। সেখানে লিড রোলে রয়েছেন নবাগতা মণীষা মন্ডল।
এই দুই মেগার আগমনে কোপ পড়বে জলসার কোন সিরিয়ালের উপর? সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টেলিপাড়ায় জোরচর্চা বন্ধ হতে পারে বঁধুয়া। রেজওয়ানের এই মেগা শুরুর পর থেকে একবারও স্লট দখল করতে পারেনি। ৮ মাস ধরে চ্যানেলের কাছ থেকে সুযোগ পেলেও টিআরপি তালিকায় নজর কাড়তে ব্যর্থ। তাই বন্ধ হতে পারে এই মেগা।