টিভি অভিনেতা জুটি নন্দিশ সান্ধু এবং কবিতা ব্যানার্জি গাঁটছড়া বাঁধতে চলেছেন। বৃহস্পতিবার একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে, এই জুটি তাদের বাগদানের ঘোষণা করেছেন এবং একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ভক্তরা তাদের পোস্টের নিচে এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।
নন্দিশ এবং কবিতার শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টে, ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় তাদের হাসিমুখে দেখা যাচ্ছে। একটি ছবিতে নন্দিশকে স্যুটে এবং কবিতাকে একটি কমলা লেহেঙ্গায় দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে তাদের ফুল এবং শ্যাম্পেন দিয়ে বাগদান উদযাপন করতে দেখা যাচ্ছে। তারা একে-অপরের কাছাকাছি আসার এবং একে-অপরের থেকে চোখ ফেরাতে না পারার মিষ্টি ছবিও পোস্ট করেছেন। একটি ছবিতে নন্দিশ কবিতার হাত ধরে আছেন এবং কবিতা তার বাগদানের আংটি দেখাচ্ছেন। ছবিগুলো শেয়ার করে নন্দিশ ক্যাপশনে লিখেছেন, ‘হাই পার্টনার (রিং, হার্ট ও স্টার ইমোজি)। তৈরি তো?’
কবিতা রিশতো কা মাঞ্জা, ভাগ্য লক্ষ্মী এবং দিব্য প্রেম: প্যায়ার অর রহস্য কি কাহানি-এর মতো টিভি শোতে কাজ করেছেন, পাশাপাশি এক ভিলেন রিটার্নস এবং হিক্কাপস অ্যান্ড হুকআপসের মতো সিনেমাতেও কাজ করেছেন। নন্দিশ উত্তরণ এবং হাম লাডকিয়ার মতো জনপ্রিয় টিভি শো দিয়ে খ্যাতি অর্জন করেছেন। এরপর তিনি ওয়েব সিরিজ এবং সিনেমার জগতে প্রবেশ করেছেন, সুপার ৩০ এবং জুবিলির মতো প্রকল্পে অভিনয় করেছেন।
এর আগে রশমি দেশাইকে বিয়ে করছিলেন নন্দিশ সান্ধু। তাঁরা উত্তরণ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন। ২০১১ সালে তাঁরা বিয়ে করেন, কিন্তু ২০১৪ সালে আলাদা হয়ে যান। ২০১৫ সালে তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে তা চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর রশমি দেশাই কিছুদিনের জন্য আরহান খানের সঙ্গে প্রেম করেছিলেন, কিন্তু আরহানের পূর্বে বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে তা জানতে পেরে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।