দাদু-দিদিমাদের সঙ্গে নাতি-নাতনিদের সম্পর্কই আলাদা রকমের হয়। তেমনি দিদিমা ডিম্পল কাপাড়িয়ার সঙ্গে নাতনি নিতারার সম্পর্কও বেশ মিষ্টি মধুর। অভিনেত্রী পরে লেখিকা টুইঙ্কেল খান্না তাঁর মা ডিম্পল এবং মেয়ে নিতারার একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
ভিডিয়ো শেয়ার করে টুইঙ্কেল লিখেছেন, ‘আমার জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষ পরস্পরের পাশাপাশি হাঁটছে। দেখে একটু হিংসেও হচ্ছে আমার। দিদিমা এবং নাতনি তাঁদের প্রজন্মের ব্যবধানকে দূরে সরিয়ে রেখে একে অপরের সঙ্গে সহজেই চলছে। তাহলে দিদিমা-ই সেরা, তাই নয় কি?’
দিদিমা-নাতনির ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন। অভিনেত্রী টিসকা চোপড়াও কমেন্টে ভালোবাসা জানিয়েছেন।
১৯৭৪ সালে সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়া। ১৯৮২ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। তাঁদের দুই কন্যা সন্তান- টুইঙ্কল এবং রিঙ্কি খান্না। ২০০১ সালের জানুয়ারিতে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিয়ে করেন টুইঙ্কেল। তাঁদের দুই ছেলেমেয়ে নীরব এবং নিতারা।