ভারতীয় - আমেরিকান কন্ঠ শিল্পী চন্দ্রিকা ট্যান্ডন গ্র্যামি পুরস্কারে অ্যালবাম ত্রিবেনীর জন্য সেরা নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামে পুরস্কৃত হয়েছেন। এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বার্তা পাঠান তিনি। কেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অতীতে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আপনার জীবনে তখনই বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন ভারতের প্রধানমন্ত্রী জনসমক্ষে আপনার প্রশংসা করেন। এটি তাঁর উৎসাহমূলক দৃষ্টিভঙ্গি। আমি সত্যিই সম্মানিত এবং গর্বিত বোধ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরও পড়ুন: অতিপ্রাকৃত ঘটনা নির্ভর ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন শতাব্দী! সঙ্গে থাকছেন কে?
চন্দ্রিকা গ্র্যামি পুরস্কার জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X হ্যান্ডেলে লেখেন, ত্রিবেনী অ্যালবামের জন্য গ্র্যামি জেতার জন্য অনেক অনেক অভিনন্দন। একজন উদ্যোক্তা, সমাজসেবী এবং অবশ্যই একজন সঙ্গীতজ্ঞ হিসেবে আপনার কৃতিত্বের জন্য অনেক অনেক গর্বিত আমি।
চন্দ্রিকা এই পুরস্কার ভাগ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁশি বাদক কেলারম্যান এবং জাপানি সেলিস্ট ইরু মাতসুমোটো। একই বিভাগে অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছে রিকি কেজের ব্রেক অফ ডন, রিউইচি সাকামোটোর ওপাস, অনুষ্কা শঙ্করের রচিত দ্বিতীয় অধ্যায়: হাউ ডার্ক ইট ইজ বিফোর ডন এবং রাধিকা ভেকারিয়ার ওয়ারিয়র্স অফ লাইট।
আরও পড়ুন: প্রেমের মাসে 'গানের ওপারে'র 'পুপে'র চমক! অভিনয়ের পর এবার সঙ্গীত জগতে পা মিমির, কবে আসছে নতুন গান?
আরও পড়ুন: ‘হঠাৎ শোনা গেল রূপরেখা অরিজিৎ সিং-এর প্রথম বউ’! ফিরছেন ফেম গুরুকুল জয়ী, সুখবর দিলেন সমিধ
প্রসঙ্গত, চন্দ্রিকা একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ হওয়া ছাড়াও একজন সমাজসেবী, প্রাক্তন পেপসিকো সিইও ইন্দ্রা নুইয়ের বড় বোন। ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে অংশীদার নির্বাচিত হওয়া তিনি প্রথম ভারতীয় আমেরিকান মহিলা।