গত ৩ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া থেকে প্রথম জানা যায় নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে গ্রেফতার করা হয়, প্রাক্তন প্রেমিক এবং তাঁর বান্ধবীকে হত্যার অভিযোগে। নার্গিসের বোন আলিয়াকে গ্রেফতার করা হলেও এই নিয়ে নীরব থাকতে দেখা যায় নার্গিসকে। তবে আশ্চর্যজনকভাবে এর মধ্যেই তিনি তাঁর আগামী সিনেমার ঝলক পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
ঠিক কী করেছেন আলিয়া?
৩ ডিসেম্বর এটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়ে দেন আলিয়া। এই ঘটনায় আলিয়ার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস (৩৫), ও তাঁর বান্ধবী আনান্তাসিয়ার (৩৩) মৃত্যু হয়। আলিয়া যখন ওই গ্যারেজে আগুন ধরিয়ে দেন, তখন ওঁরা উপস্থিত ছিলেন গ্যারেজের মধ্যে। আগুন এবং বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওদের।
আরও পড়ুন: ৪ দিন ধরে হাসপাতালে রাঙামতি তীরন্দাজ-র ‘বৃন্দা’ মধুরিমা! বন্ধ শ্যুট, কবে ফিরতে পারবেন সেটে
এই ঘটনায় আলিয়া ফাকরিকে গ্রেফতার করা হয়। আগামী দিনে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আলিয়ার। আলিয়ার এই ঘটনায় মা সোচ্চার হলেও অদ্ভুতভাবে নীরব রয়েছেন দিদি নার্গিস। সোশ্যাল মিডিয়ায় নার্গিসকে বোনের হয়ে একটি পোস্ট পর্যন্ত করতে দেখা যায়নি।
নার্গিসের পোস্ট
আলিয়ার গ্রেফতারিতে নার্গিস কেন চুপ এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে সকলের নজরে আসেন নার্গিস। ‘হাউস ফুল ৫’-এর সহ অভিনেত্রীদের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেছেন নার্গিস। ছবিতে নার্গিসের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সোনম বাজওয়ারকে দেখতে পাওয়া যায়। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমরা আসছি।
বোনের গ্রেফতারের পরেই এইরকম একটি ছবি পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় নার্গিসকে নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বোনের গ্রেফতারিতে যে নার্গিস বিচলিত হননি বিন্দুমাত্র, তা বেশ স্পষ্টই বোঝা যায় এই পোস্ট দেখে। তবে গত ২০ বছর ধরে আলিয়ার সঙ্গে নার্গিসের যে কোনও সম্পর্ক নেই তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি এও জানিয়েছেন, সকলের মতো সোশ্যাল মিডিয়া থেকেই তিনি বোনের গ্রেপ্তারির খবর শুনেছেন।
আরও পড়ুন: ভবানী পাঠককে এক চুল জমি ছাড়লেন না শ্রাবন্তী! ‘দেবী চৌধুরানী’র পোস্টারে বড় চমক, কবে মুক্তি
আরও পড়ুন: একা ইমন নন, অস্কার ২০২৫-এর দৌড়ে এবার বাংলা থেকে মোট ৫জন! কার তাঁরা?
প্রসঙ্গত, তরুণ মনসুখানি পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত হাউসফুল কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিরিজ হতে চলেছে এই সিনেমাটি।' হাউস ফুল ৫'-এ দেখা যাবে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ফারদিন খান, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, চাঙ্কি পান্ডে, নার্গিস ফাকরি, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ আরও অনেকে।