সাইকেল চালাতে চালাতে ভিডিয়ো শ্যুট, এর জন্য পিছনে তাকাতে গিয়ে বড় বিপত্তির মুখে পড়লেন অভিনেত্রী নার্গিস ফাকরি। ক্যামেরার দিকে পিছন ফিরে তাকিয়েই যত বিপত্তি! ব্যালেন্স সামলাতে না পেরে পাশের নীচু জমিতে চিৎপটাং হয়ে পড়লেন রণবীরের ‘রকস্টার’ ছবির নায়িকা। মাটি পড়ে অবশ্য হাসতে শুরু করেন নার্গিস।
ব্রিটিশ যুক্তরাজ্যে এক বন্ধুর ফার্মহাউসে এই কীর্তি ঘটিয়েছেন নার্গিস। ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে সোহো ফার্মহাউজে ছিলেন অভিনেত্রী। নার্গিসের পোস্টে দেখা যাচ্ছে ঢালাই করা রাস্তায় হাত-পা ছড়িয়ে হাসিমুখে বসে রয়েছেন অভিনেত্রী, পাশে উল্টে রয়েছে তাঁর সাইকেল। কেমনভাবে ঘটল এই ঘটনা? তার পুরো ভিডিয়োও শেয়ার করেছেন অভিনেত্রী। জোরে জোরে সাইকেল চালাতে চালাতে ভিডিয়োর জন্য পিছনে ঘুরতেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। একটা কাঠের খুঁটিতে ধাক্কা লাগে তাঁর বাই-সাইকেলের চাকার। টাল সামলাতে না পেরে উলটে পড়ে যান নায়িকা।
এই পোস্টের সঙ্গে নায়িকার বার্তা, ‘যদি তুমি পড়ে যাও তাহলেও মুখের হাসিটা আর নিজের স্টাইলটা ধরে রেখো। আর খেয়াল রেখো ঘুরে দাঁড়িয়ে ফের এগিয়ে যেতে হবে, থেমে যেও না। হেরে যেও না’।
নার্গিসের এই চিৎপটাং খাওয়ার ভিডিয়ো দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে ফ্যানেরা।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ধরা দিয়েছেন নার্গিস। এই ঐতিহ্যশালী চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে গিয়ে বেশ ভয়ে ছিলেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসকে তিনি জানানন, ‘আমার একটু ভয় লাগছিল, কারণ কান চলচ্চিত্র উৎসব একটা বিশাল ব্যাপার! তুমি চাইবে সবটা পারফেক্ট হোক। তুমি পড়ে না যাও. তোমার পোশাক বিগড়ে না যাক- কত ভাবনা চলতে থাকে’।