জোড়া খুনের অভিযোগে অভিযুক্ত 'রকস্টার' অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি। প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে গ্রেফতারের অভিযোগ রয়েছে নার্গিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের কুইন্সে। অভিযোগ, তাঁদের দোতলা গ্যারেজে বথাকা আবর্জনার স্তুপে আগুন জ্বালিয়ে দেন আলিয়া। সেই গ্যারেজের ঠিক উপরেই থাকতেন জেকবস। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল আলিয়া ফাকরিকে তবে আপাতত তিনি জামিনে মুক্ত। তবে আগামী ৯ ডিসেম্বর আলিয়া ফাকরিকে আদালতে হাজিরা দিতে হবে।
কে এই আলিয়া ফাকরি?
জানা যায়, আলিয়া ফাকরি বলিউড অভিনেত্রী, রণবীরের নায়িকা নার্গিস ফাকরির ছোট বোন। তিনি নার্গিসের থেকে কয়েক বছরের ছোট, নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন আলিয়া, সেখানেই বেড়ে ওঠেন। নার্গিস ও আলিয়া দুজনেরই জন্ম পাকিস্তানি বাবা মহম্মদ ফাকরি এবং চেক মা মেরি ফাকরির সন্তান। আলিয়া ও নার্গিস যখন অনেক ছোট, তখনই তাঁদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। তবে দীর্ঘ ২০ বছর বোন আলিয়ার সঙ্গে নার্গিসের কোনও যোগাযোগ নেই বলেই জানা যাচ্ছে।
৪৩ বছর বয়সী আলিয়া ফাকরি গত ২৩ নভেম্বর কুইন্সের এক বাড়ির গ্যারেজে আগুন ধরিয়ে দেন। সেখানে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর প্রাক্তন প্রেমিক বছর ৩৫-এর এডওয়ার্ড জেকবস ও তাঁর ৩৩ বছর বয়সী বান্ধবী আনাস্তাসিয়া ইত্তিয়েনের। আলিয়ার বিরুদ্ধে মোট ৯টি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে চারটি ফার্স্ট ডিগ্রি মার্ডার, চারটি সেকেন্ড ডিগ্রি মার্ডার এবং একটি অগ্নিসংযোগের অভিযোগ।
আরও পড়ুন-মর্মান্তিক! সৈকতে বসে যোগা করছিলেন, ঢেউ এসে টেনে নিয়ে গেল, তলিয়ে গেলেন অভিনেত্রী
আরও পড়ুন-অভিনয় দুনিয়াকে বিদায়, স্বেচ্ছাবসর ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, কী বললেন বিক্রান্ত মাসে?
কে কী বলছেন?
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জেকবস আলিয়ার পুনর্মিলনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই আলিয়া এই পদক্ষেপ করেন। তাঁদের মধ্যে আপত্তিজনক সম্পর্ক ছিল। প্রায়ই অশান্তি হত। ছেড়ে চলে যাওয়ার সময় পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন আলিয়া। যদিও প্রতিবেশীরা বিষয়টা তখন হেসে উড়িয়ে দেন।
এক প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, আগুন লাগার পর তাঁরা চিৎকার শুনে বের হয়ে আসেন। জেকবস তখন ঘুমোচ্ছিলেন। এরপর বান্ধবী আনাস্তাসিয়া নেমে এলেও পরে তিনি জেকবসকে বাঁচাকে ফের উপরে যান। তবে এরপর তাঁরা আর বের হয়ে আসতে পারেননি। অতিরিক্ত, তাপ, ধোঁয়া আগুনে তাঁদের দুজনেরই মৃত্যু হয়।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, নিহতের মা জানিয়েছেন, এক বছর আগে আলিয়ার সঙ্গে জেকবসের সম্পর্ক শেষ হয়ে যায়। যাইহোক, তিনি পুনর্মিলনের চেষ্টা চালিয়ে যান, তবে লাভ হয়নি। জেকবসের ১১ বছরের যমজ দুই পুত্র ও ৯ বছরের এক পুত্র সন্তান রয়েছে। জেকবসের মায়ের আরও দাবি, নিহত আনাস্তাসিয়া ইত্তিয়েনের সঙ্গে তাঁর ছেলের কোনও প্রেম ছিল না, তাঁরা শুধুই বন্ধু ছিল।
এদিকে আলিয়ার মা মেরি মেয়ের বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, আলিয়া খুবই ভালো মানুষ, সকলের যত্ন নেন, সাহায্য করেন, তিনি এমন কোনও অপরাধ করতে পারেন না। এদিকে বোনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি নার্গিস ফাকরি।